adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পলাতক খোকাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে আদালতের নির্দেশ

Khoka-1নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে চিকিতসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ পলাতক ৩ জনকে নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে বোমা বিস্ফোরণ মামলায় বিচারের মুখোমুখি হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস এ নির্দেশ দেন। আগামী ২৯ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন। সাদেক হোসেন খোকা ছাড়াও এ মামলায় পলাতক অপর দুই আসামি হলেন- তরিকুল ইসলাম ঝন্টু ও শাহজালাল। সাদেক হোসেন খোকা এ মামলার শুরু থেকেই পলাতক আছেন।
এদিন মোয়াজ্জেম হোসেন আলাল ও সাইফুল ইসলাম নীরবসহ অনুপস্থিত ৪ আসামির পক্ষে সময়ের আবেদন করা হয়। নির্বাচন বানচালের লক্ষ্যে ২০১৩ সালের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে আসামিরা পরস্পর যোগসাজসে বোমা হামলা ঘটায়।
এ ঘটনায় শেরেবাংলানগর থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ২৫ জনের বিরুদ্ধে এই মামলাটি করেন। এসআই মশিউর রহমান গত বছরের ৭ এপ্রিল সাদেক হোসেন খোকা, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরবসহ ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এর আগে গত বছরের ২১ অক্টোবর আরেকটি মামলায় খোকাসহ পলাতক ৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন একই আদালত। সাদেক হোসেন খোকা ছাড়া ওই মামলার পলাতক অপর আসামিরা হলেন- তরিকুল ইসলাম ঝন্টু, শাহজালাল, হযরত আলী, মামুনুর রশীদ, রাকিব হাওলাদার, আফতাব হোসেন, আব্দুল কাইয়ুম ও আব্দুল আলীম।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া