adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টলার বিরুদ্ধে ইনিংস ও ১৭৪ রানে ঢাকার জয়

RONI-MOJIDমেহেদি মাসুদ : ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে রনির ডাবল সেঞ্চুরি, মজিদ ও শুভাগত হোমের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬১৮ রানের পাহাড় গড়েছিল ঢাকা বিভাগ। বিশাল সেই লক্ষ্য তাড়া করতে নেমে রানের পাহাড়ে চাপা পড়া চট্টগ্রাম আজ বুধবার লিগের শেষ দিন ইনিংস ও ১৭৪ রানের ব্যবধানে হেরেছে। ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন রনি তালুকদার।
বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে ইনিংস ব্যবধানে হার এড়াতে ২১৬ রানে পিছিয়ে থেকে ৬ উইকেটে ২৪৫ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিং শুরু করে মাত্র ৪২ রান যোগ করেই গুটিয়ে যায় চট্টগ্রাম। নাজিম উদ্দিন ২২ ও শরিফউদ্দিন ২৩ রান নিয়ে চতুর্থ দিন হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা সফল করতে দেয়নি ঢাকার বোলাররা। ফলে ২৮৭ রানেই থেমে যায় চট্টগ্রামের ইনিংস। ডলার মাহমুদ ৪টি ও মোশারফ হোসেন ৩টি উইকেট নেন। এর আগে বিকেএসপিতে টসে জিতে নিজেদের প্রথম ইনিংসে ১৫৫ রানে অলআউট হয় চট্টগ্রাম বিভাগ। সেই ইনিংসে মোশারফ হোসেনের ৫ উইকেট বিপদে পড়ে তারা। এরপর ঢাকা তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে তিন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ছয় উইকেটে ৬১৮ রান যোগ করে ইনিংস ঘোষণা করে।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া