adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেজরিওয়াল ঝড়ে উড়ে গেলেন কিরণ বেদি

Narendra-Modi1আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদের জন্য সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদিকে মনোনীত করেছিল মোদির দল বিজেপি। মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়া তো দূরের কথা, নিজের আসনে পর্যন্ত জয় পাননি বিজেপির এই প্রার্থী। কেজরিওয়ালের জনপ্রিয়তার কাছে খড়কুটোর মত উড়ে গেছেন বেদি।

কিরণ বেদি নিজের প্রথম নির্বাচনে পরাজিত হয়েছেন আম আদমি দলের প্রার্থী এসকে বাঘার কাছে। বাঘা পেশায় একজন আইনজীবী এবং সমাজসেবক। কিরণ হেরেছেন দিল্লির কৃষ্ণনগর আসনে যদিও এটি বিজেপির দুর্গ বলে পরিচিত। কিরণ পেয়েছেন ৬৩ হাজার ৬শ ৪২ ভোট। এ আসনে ৬৫ হাজার ৯শ ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাঘা।

ষাটোর্ধ বাঘা তার সমর্থকদের কাছে মৃদুভাষী এবং আত্মপ্রত্যয়ী ব্যক্তি হিসেবে সুপরিচিত। হেভিওয়েট প্রার্থী কিরণের তুলনায় তিনি ছিলেন নিতান্তই সাধারণ-অনেকে তো তাকে হিসেবেই আনতে চাননি। যদিও ভোটারদের কাছে ‘ঘরের ছেলে’ হিসেবে পরিচিতি পেয়েছিলে তিনি। অন্যদিকে বেদি ছিলেন একজন ‘আউটসাইডার’। তাই দুজনের এই লড়াই ছিল ‘ঘরের ছেলে বনাম বাইরের মানুষ’য়ের লড়াই।
সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদি দক্ষিণ দিল্লির উদয় পার্কের পূর্ব দিল্লির বাসিন্দা হলেও নিশ্চিত জয় পেতে বিজেপি তাকে পূর্ব দিল্লির কৃষ্ণানগর আসনে দাঁড় করায়। কেননা এই আসনটি বরাবরই বিজেপির জন্য নিরাপদ আসন হিসেবে বিবেচিত হয়ে আসছিল। গত কয়েক বছর ধরে এ আসনের নিয়মিত প্রার্থী ছিলেন বিজেপি’র হর্ষবর্ধন। গতবারের নির্বাচনেও তিনিই বিজয়ী হয়েছিলেন। কিন্তু এবার শেষ মুহূর্তে এসে এ আসন থেকে মনোনয়ন জমা দেন কিরণ বেদি।
কৃষ্ণনগরের স্থায়ী বাসিন্দা হলেন বাঘা গত ৪০ বছর ধরে এখানেই থাকছেন। এ প্রসঙ্গে তিনি বলেন,‘কিরণ হলেন বাইরের লোক। আর আমি এলাকার লোক। এখানেই বেড়ে ওঠেছি আমি।’ এবার এই আসনে কংগ্রেসের প্রার্থী ছিলেন বংশী লাল। তিনি পেয়েছেন মাত্র ৬ হাজার ভোট।
দিল্লিতে ২০১৩ সালের নির্বাচনে কৃষ্ণসগর আসনে বিজয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী হর্ষবর্ধন। তখন দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী বিনোদ কুমার মনগা। বিজেপি’র ইসরাত আলী আনসারি হয়েছিলেন তৃতীয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া