adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৮৩৪ পথশিশুর ব্যাংকে জমা সাড়ে ৭ লাখ টাকা

image_99766_0ডেস্ক রিপোর্ট : গত সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৮৩৪ জন পথশিশু ব্যাংক হিসাব খুলেছে। এসব অ্যাকাউন্টে মোট ৭ লাখ ৪০ হাজার টাকা জমা পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বাংলাদেশ ব্যাংক ও ইউকেএআইডির যৌথ উদ্যোগে ‘প্রোগ্রাম অব বিজনেস ফিন্যান্স ফর পুওর ইন বাংলাদেশ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে গভর্নর বলেন, গত নভেম্বর পর্যন্ত  দেশে ১ কোটি ৪৭ লাখ ২০ হাজারটি ১০ টাকার ব্যাংক হিসাব খোলা হয়েছে। এর মধ্যে কৃষকদের ব্যাংক হিসাবের সংখ্যা ৯৭ লাখ ২০ হাজারটি। এছাড়া গত ডিসেম্বরের মধ্যে দেশে সাড়ে ৮ লাখ স্কুল ব্যাংকিং হিসাব খোলা হয়েছে। এসব হিসাবে মোট সঞ্চিতির পরিমাণ ৭১৭ কোটি ৪৯ লাখ টাকা।
তিনি আরও বলেন, এটা খুবই উৎসাহব্যঞ্জক যে গত সেপ্টেম্বর পর্যন্ত ৮৩৪ পথশিশু ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে এবং এসব অ্যাকাউন্টে মোট জমানো টাকার পরিমাণ ৭ লাখ ৪০ হাজার।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমে দ্বিতীয় উল্লেখ করে আতিউর রহমান বলেন, সাধারণ মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতি স্বরূপ অ্যালায়েন্স ফর ফিন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) বাংলাদেশ ব্যাংককে পুরস্কৃত করেছে। তিনি আরও জানান, গত পাঁচ বছরে ব্যাংক ও ব্যাংক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ৩ লাখ ৩৪ হাজার ৪০০ কোটি টাকা সহায়তা দিয়েছে। উল্লেখিত সময়ে এ খাত প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
তার আশা, ‘প্রোগ্রাম অব বিজনেস ফিন্যান্স ফর পুওর ইন বাংলাদেশ’ ক্ষুদ্র ও মাঝারি খাতের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের বাংলাদেশ শাখার প্রতিনিধি সারাহ কুকসহ বিভিন্ন সাহায্য সংস্থা, বাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া