adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘ক্রুইফ থাকছেন বাংলাদেশের ফুটবলে’

salauddin-1423498186ক্রীড়া প্রতিবেদক : অনেক নাটক শেষে লোডভিক ডি ক্রুইফকে দ্বিতীয় মেয়াদে ফিরিয়ে আনা হয়। জানানো হয়, বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শেষেই তার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর আর তার সঙ্গে চুক্তি করা হবে না। 
ক্রুইফ চলে যাবেন। আসবেন নতুন কোচ। কিন্তু বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ দলকে ফাইনালে তুলে সবার প্রিয়পাত্রে পরিণত হয়েছেন ক্রুইফ। তাই ফেডারেশনের পক্ষ থেকে সোমবার জানানো হয় ক্রুইফ যাচ্ছেন না, থাকছেন। 
এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন বলেন, ‘ক্রুইফ থাকছেন। সামনে আমাদের এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব রয়েছে। সেখানে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন ক্রুইফ।’
আগামী ২৩ থেকে ৩১ মার্চ এশিয়ান ফুটবল কনফেডারেশনের ৪৩টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ২০১৬ এর বাছাইপর্ব। পূর্ব ও পশ্চিম অঞ্চল মিলিয়ে মোট দশটি গ্র“পে ৪৩টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। 
পশ্চিম অঞ্চলের পাঁচটি গ্র“পের ‘ই’ গ্র“পে রয়েছে বাংলাদেশ দল। এই গ্রুপে স্বাগতিক বাংলাদেশের অপর তিন প্রতিপক্ষ সিরিয়া, উজবেকিস্তান ও ভারত। ২৭ থেকে ৩১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
প্রতিটি গ্র“পের (১০টি) চ্যাম্পিয়ন দল ২০১৬ এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে খেলবে। সেটা অনুষ্ঠিত হবে ২০১৬ সালের জানুয়ারিতে কাতারে। এই চ্যাম্পিয়নশিপের শীর্ষ তিনটি দল সুযোগ পাবে ২০১৬ অলিম্পিক গেমসে খেলার।
এই টুর্নামেন্টে বাংলাদেশ দলকে তত্ত্বাবধান করবেন ডি ক্রুইফ। বাংলাদেশের কোচের পদে থাকার বিষয়ে ক্রুইফ বলেন, ‘আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যোগাযোগ করলে আমি বাংলাদেশের কোচের দায়িত্বে থাকতে রাজি। তবে সেটা আলোচনার বিষয়। বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা শেষেই বলা যাবে কী হতে যাচ্ছে।’
১১ ফেব্র“য়ারি ঢাকা ছাড়বেন লোডভিক ডি ক্রুইফ। ফিরে আসবেন মার্চে। এরপর বাংলাদেশ দলকে প্রস্তুত করবেন এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের জন্য।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া