adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধ ও হরতাল চালিয়ে যাবার ঘোষণা দিলো বিএনপি

bnp-1423497524নিজস্ব প্রতিবেদক : হরতাল-অবরোধ নিয়ে দেশব্যাপী নাগরিক উতকণ্ঠার মধ্যেই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। 
সোমবার জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, ‘গণতন্ত্র মুক্তির আন্দোলনে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান সর্বাত্মক হরতাল শান্তিপূর্ণভাবে চলবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জোটের নেতা-কর্মীসহ দেশবাসীকে এই কর্মসূচি পালনের জন্য আহ্বান জানান তিনি।
‘প্রধানমন্ত্রী ক্ষমতা হারানোর আশঙ্কায় উন্মাদ হয়েছেন’ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘তার বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও পাগলের প্রলাপ মনে করে জাতি। রাজনৈতিক সংকটের কারণে সৃষ্ট পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে অবৈধ ক্ষমতাসীনদেরকেই নিতে হবে।’
তিনি বলেন, ‘বুদ্ধিবৃত্তিক আলস্য বা প্রতিবন্ধীত্বের কারণে আওয়ামী নেত্রীর নিজের সৃষ্ট রাজনৈতিক সংকটকে আইনশৃঙ্খলা সমস্যা হিসেবে আখ্যায়িত করাকে জাতি প্রধানমন্ত্রীর মানসিক বৈকল্য ছাড়া আর কিছুই মনে করে না। সমগ্র জাতি আপনার (শেখ হাসিনা) পদত্যাগ চায়।’
দেশব্যাপী নাশকতার জন্য ফের ক্ষমতাসীনদের দায়ী করে সালাহ উদ্দিন বলেন, ‘আমরা বারবারই বলে আসছি, সরকার পেট্রোল বোমা হামলাসহ বিভিন্ন নাশকতার ষড়যন্ত্র বাস্তবায়নের মাধ্যমে সরকারবিরোধী গণআন্দোলনকে কলুষিত করে বিরোধীদলীয় আন্দোলনকারী নেতা-কর্মীদের ওপর এর দায় চাপিয়ে আন্দোলনকে নস্যাশ করতে চায়।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া