adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আবার পেট্রোল বোমা – জীবন গেলো হেলপারের

Bogra-Burn0ডেস্ক রিপোর্ট : রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বগুড়ায় ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ হেলপারের মৃত্যু হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হেলপার আসিফ (৩৫) সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার সোনামুখী পাচগাছি গ্রামের বাসিন্দা। মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাত ৯টার দিকে শাজাহানপুর থানার রুপিহারে বগুড়া-নাটোর সড়কে দুর্বৃত্তদের পেট্রোলবোমায় ট্রাক চালক ও হেলপারসহ চারজন দগ্ধ হন।

আহতরা হলেন- বগুড়ার শহরের বড়কুমিড়া এলাকার ট্রাকচালক মোস্তফা (৪০), নাটেরর সিংড়া থানার চকনওগাঁ গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন(৩০) ও এইথানার চকসাথী গ্রামের খয়বর আলীর ছেলে ব্যবসায়ী আব্দুল আজিজ (৪৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর থেকে খালি একটি ট্রাক (পটুয়াখালী-ট-১১-০০০৬) বগুড়ার দিকে আসছিল। রুপিহারে পৌঁছিলে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন ধরে গেলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভায় এবং অগ্নিদগ্ধদের উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ট্রাকে পেট্রোলবোমা হামলায় চারজন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া