adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার কাছে ভারত হারল ১০৬ রানে

raina. run outহুমায়ুন সম্রাট : বিশ্বকাপের আগে ভারতের নাজুক পরিস্থিতি যেন কাটছেই না। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে একটি ম্যাচও জেতেনি ভারত। এবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ছন্নছাড়া বর্তমান চ্যাম্পিয়নরা। আজ রোববার ওভালে অস্ট্রেলিয়ার সঙ্গে ১০৬ রানের বড় ব্যবধানে হেরেছে ধোনি শিবির।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাড়ায় ৩৭১ রান। জবাবে ২৬৫ রানেই অল আউট ভারত, ৪৫.১ ওভারে। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেছেন অজিঙ্কা রাহানে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন ধাওয়ান। রাইডু করেন ৫৩ রান। ধোনি (০), রায়না (৯), রোহিত (৮), কোহলি (১৮)- জ্বলে উঠতে পারেননি কেউই। অস্ট্রেলিয়ার হয়ে কামিন্স নেন তিন উইকেট। স্টার্ক, জনসন ও হ্যাজলউড নেন দুটি করে উইকেট। ৫৭ বলে ১২২ রানের দুর্র্ধষ ইনিংস (১১টি চার, ৮টি ছক্কা) খেলা ম্যাক্সওয়েল জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।
এর আগে ব্যাট করতে নেমে ৬২ রানে উদ্বোধনী জুটি ভাঙে অস্ট্রেলিয়ার। ব্যক্তিগত ২০ রান করে স্টুয়ার্ট বিনির শিকার হন অ্যারন ফিঞ্চ। দ্রুত সাজঘরে ফেরেন শেন ওয়াটসন (২২) ও স্টিভ স্মিথও (১)। তবে রানের চাকা সচল রাখেন ওপেনার ডেভিড ওয়ার্নার। চতুর্থ উইকেটে ওয়ার্নার-বেইলি জুটি কক্ষপথে ফেরায় স্বাগতিকদের। ৮৩ বলে ১০৪ করেন ওয়ার্নার। ৪৪ রান করে আউট হন অসি অধিনায়ক বেইলি। ম্যাক্সওয়েল মাঠে নামলে বদলে যায় দৃশ্যপট। ৫৭ বলে খেলেন ১২২ রানের বিস্ফোরক ইনিংস। ৪৮.২ ওভারে অল আউট হলেও ৩৭১ রান বিশাল স্কোড়ই গড়ে অস্ট্রেলিয়া।
ভারতের পক্ষে হয়ে তিনটি উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ সামি। দুটি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব ও মোহিত শর্মা। একটি করে উইকেট ঝুঁলিতে ভরেছেন স্টুয়ার্ট বিনি ও অক্ষর প্যাটেল।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া