adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সহিংসতা বন্ধে শান্তির বার্তা নিয়ে আসছেন ড. ইউনূস

1404995795645718600-400x241ডেস্ক রিপোর্ট : ড. মুহাম্মদ ই্উনূস আগামী ১৯ ফেব্র“য়ারি দেশে আসছেন। এইদিন তিনি অংশগ্রহণ করবেন  সামাজিক ব্যবসা সংক্রান্ত ডিজাইন র‌্যাব নামক একটি কর্মশালায়। তবে অনেকেই আশা করছেন, দেশে এসে ড. ইউনূস  সহিংসতা বন্ধে কোন উদ্যোগ নিতে পারেন। সূত্র জানায়, ড.ইউনূস দেশে এসে পেট্রোল বোমা আক্রান্তদের দেখতে হাসপাতালে যেতে পারেন। বেগম খালেদা জিয়ার সঙ্গেও তিনি  কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি তিনি দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। যদিও এ দেখা করাটা ছিল সম্পূর্ণ আনুষ্ঠানিক। ভারতের ১০২ তম বিজ্ঞান সম্মেলনে যোগদানের পরে তিনি নরেন্দ্র দামোদর দাস মোদির সঙ্গে দেখা করেন । প্রসঙ্গত বাংলাদেশের রাজনৈতিক পরি¯ি’তি নিয়ে ড. ইউনূস  যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেও আলাপ আলোচনা করেছেন। ওবামার ভারত সফর ও পরবর্তি মার্কিন-ভারত দ্বৈত কূটনীতি ড. ইউনূসকে আবারো সামনে নিয়ে আসতে পারে অনেকেই ধারণা করেছেন।

ইতিমধ্যেই দেশের সামাজিক সাইটগুলোতে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে,  সেখানে লেখা হচ্ছে, আমাদের শান্তির দূত এখন কোথায়। ফেসবুক ও ব্লগে লেখা হচ্ছে. পুড়ছে মানষ, পুড়ছে  দেশ। মানুষগুলোই আজ দিশেহারা, উদ্বিগ্ন আর চরম উতকণ্ঠায় দিন কাটাচ্ছে। স্বজন বাড়ির বাহিরে গেলেই প্রতিক্ষণ কাটে অনিশ্চয়তায়। স্বজন কি ফিরে আসবে সুস্থভাবে নাকি আগুনে পুড়ে কয়লা হয়ে এটাই দুশ্চিন্তা তাদের।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া