adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুলে প্রধান শিক্ষক নেই – শিক্ষার বেহাল দশা

Students-Primary-School-Certificate.-The-scene--at-Barisal-Government-Zilla-School-Centre-on-Wednesday.=4জামাল জাহেদ,কক্সবাজার : কক্সবাজার জেলার মহেশখালি উপজেলার কুতুবজোম ইউনিয়নের সবকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকলেও অত্র ইউপির সর্বদক্ষিণে অবস্থিত ঘটিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই অবস্থায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ঘটিভাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। প্রতিদিন দুপুর ১টায় স্কুল ছুটি হয়। সরকারি নিয়মে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্কুলে ক্লাস হওয়ার নিয়ম থাকলেও তা উপেক্ষিত হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। যার ফলে সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ,ভিশন ২০২১সাল,ও দারিদ্র বিমোচনসহ প্রাথমিক শিক্ষা নির্ভর কার্যক্রম ব্যাহত হচ্ছে। 
সারা বাংলাদেশে সরকার কর্তৃক প্রতি উপজেলায় জুনিয়র মডেল হাই স্কুল করার ঘোষণা দিলে,প্রত্যন্ত গ্রাম এলাকার ঘটিভাংগা সঃ প্রাঃ বিদ্যালয় মডেল হাই স্কুলে পরিণত হয়,বর্তমানে শিশু শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ১২শতের ও অধিক শিক্ষার্থী লেখাপড়া করছে, অথচ প্রধান শিক্ষকবিহীন মডেল ও প্রাথমিক বিদ্যালয় যেনো মাঝি ছাড়া নৌকার মতো ভাসমান। শিক্ষক সীমিত ক্লাস রুম বেশি,প্যারা শিক্ষক দ্বারাই চলছে বিদ্যালয়ের পাঠদান। সরকার যেখানে শতভাগ শিক্ষার হার নিশ্চিত করার কথা বলছে, আর সেখানে মহেশখালি উপজেলায় প্রাথমিক শিক্ষা এখন হুমকির মুখে। প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ায় শিক্ষকদেও কেউ কাউকে আমলে নিচ্ছেন না। ক্লাস না করে অফিস কক্ষে আড্ডা দিয়ে দুপুর পর্যন্ত সময় অতিবাহিত করে,স্কুল ছুটি দিয়ে চলেন যান। এভাবে বেশিদিন স্কুল চলতে থাকলে প্রাথমিক ও মডেল ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মান ক্ষতির সম্মুখীন হবে বলে এলাকার সচেতনমহলের অভিমত। প্রধান শিক্ষক না থাকায় এসব স্কুলের প্রসাশনিক ও শ্রেণী কার্যক্রম ভেঙ্গে পড়ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের জন্য একজন সহকারী শিক্ষককে দায়িত্ব দেয়ায় অতিরিক্ত ক্লাসের বোঝা নিতে হচ্ছে বাকি শিক্ষকদের। প্রধান শিক্ষকবিহীন স্কুলগুলোতে সহকারী শিক্ষকের স্বল্পতা মড়ার উপর খাড়ার ঘাঁ হিসেবে দেখা দিয়েছে। প্রধান শিক্ষকের অভাবে জোড়াতালি দিয়ে চলছে স্কুলগুলোর প্রসাশনিক ও শ্রেণী কার্যক্রম। ফলে অভিভাবকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে তাদের ছেলে মেয়েদের ভর্তি করাতে গিয়ে আগ্রহ হারাচ্ছে, যার ফলে তারা ঝুঁকে পড়ছে কিন্ডার গার্টেনসহ বেসরকারী বিভিন্ন স্কুলের দিকে। এ সুযোগে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মত কিছু নাম সর্বস¦ তালিমু কওমী কিন্ডার গার্ডেনের বিস্তার লাভ করতে শুরু করেছে। কবে নাগাদ এস্কুলে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে এব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.শহিদুল আলম জানান, জেলা পর্যায়ে এ ব্যাপারে আলোচনা চলছে, অতিসত্বর কাউকে না কাউকে প্রধান শিক্ষক হিসাবে পাঠাবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, সরকার যদি নতুন নিয়োগ ও পদোন্নতির ব্যবস্থা করেন তাহলে এসব স্কুলগুলোর প্রধান শিক্ষকের সমস্যা দুর হতো।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া