adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিভি নাটকে ক্রিকেটার হাবিবুল বাশার

habibul-bashar-1422966220বিনোদন প্রতিবেদক : বেসরকারি টিভি চ্যানেল আইতে ৪ ফেব্রুয়ারি থেকে প্রচার শুরু হতে যাচ্ছে কনা রেজা’র গল্প অবলম্বণে নির্মিত প্রথম ধারাবাহিক নাটক শূন্য জীবন। এ ধারাবাহিকের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের অভিনয়ে অভিষেক ঘটতে যাচ্ছে। 
ধারাবাহিকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হান্নান শেলী,  কচি খন্দকার, ম.ম. মোর্শেদ, স্বাগতা, মৌসুমী নাগ, আলভী,  নওশাবা,  অর্ষা,  সাজু খাদেম,  প্রাণ রায়,  হাবিবুল বাশার সুমন, রওনক হাসান, আদ্নান ফারুক হিল্লোল প্রমুখ। এ প্রসঙ্গে নাটকটির পরিচালক মেহেদী বিন আশরাফ  বলেন, ‘প্রায় দশটি চরিত্র সব সময়ই দেখতে পাব এবং আরও পনেরটি চরিত্র বিভিন্ন সময় আসবে যাবে এই নাটকে। যদিও গল্পটির মূল ভিত্তি থাকবে হাস্যরসের উপরে। কিন্তু তার পরও সুখ দুঃখ হাসি কান্না প্রেম বিরহ সামাজিক মূল্যবোধ সব কিছুরই সন্নিবেশ ঘটবে এই শূন্য জীবন গল্পটিতে।’
তিনি আরো বলেন, ‘মূলত এটি একটি বাস্তব সম্মত কমেডি ধাচের গল্প যার মাধ্যমে খুঁজে পাওয়া যাবে আমাদেরই চারপাশে ঘটে যাওয়া নানা বিচিত্র কাহিনি এবং নাটকটিরমাধ্যমে দর্শকদের কাছে আমাদের মূল বার্তা থাকবে ‘নিজ অবস্থানের বাইরে কোনো কিছুর কল্পনা বা স্বপ্ন দেখা উচিত না, যার যেটা করা উচিত তার সেটা অবশ্যই দেখে শুনে বুঝে করা উচিত।’ ধারাবাহিকটি প্রচার হবে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া