adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামের ৫ ট্রেনের যাত্রা বাতিল

full_1435962004_1422859244ডেস্ক রিপোর্ট : মিরসরাইয়ের নাশকতার কারণে চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
এগুলো হল- ঢাকাগামী মহানগর প্রভাতি, সুর্বণ এক্সপ্রেস, মহানগর গোধূলী, কর্ণফুলী এক্সপ্রেস ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস।
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ এই তথ্য জানিয়েছেন। সুর্বণ এক্সপ্রেস সকাল ছয়টা ৪০ মিনিটে, প্রভাতি সকাল ৭টায়, কর্ণফুলী সকাল সাড়ে ১০টায়, গোধূলী বিকাল ৩টায় ও সাগরিকা সকাল ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল।
এদিকে নাশজনিত দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে রোববার রাতে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তূর্ণা এক্সপ্রেস সীতাকুণ্ড এলাকায় আটকে আছে।
দুর্ঘটনার পর সকালে চট্টগ্রাম রেল স্টেশনে শত শত যাত্রী ও তাদের স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে। সকাল সোয়া ১১টায় যাত্রা বাতিল হওয়ার আগ পর্যন্ত যাত্রীরা স্টেশনে অপেক্ষায় ছিলেন।
ভোরে মিরসরাইয়ের বড় তাকিয়ায় রেল লাইনের ১২৬ ফুট এলাকাজুড়ে প্রায় ১২০টি প্যান্ডেল ক্লিপ খুলে ফেলায় ময়মনসিংহ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর থেকে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ।
বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে রেলাইনে নাশকতার এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। চট্টগ্রাম ও লাকসাম থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার কাজ শুরু করেছে। বিকালের আগেই ট্রেন চলাচল শুরু হবে বলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক আশা করছেন।
এই ঘটনা তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 
 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া