adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হরতালে রায়পুরে ১০ গাড়িতে আগুন

CNGডেস্ক রিপোর্ট: দেশব্যাপী ২০ দলের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিনে লক্ষ্মীপুরের রায়পুরে ১০টি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করেছে পিকেটাররা।
রোববার দুপুর ১২টার দিকে রায়পুর হায়দরগঞ্জ সড়কের সোলাখালি ব্রিজে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১২টার দিকে রায়পুর-হায়দরগঞ্জ সড়কের সোলাখালি ব্রিজের ওপর পিকেটাররা চারটি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। একই সময়ে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের সিকদার রাস্তা নামক স্থানে তিনটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে তারা। এ সময় ৩০-৪০ পিকেটার সড়কে অবস্থান নিয়ে গাড়ি চলাচলে বাধার সৃষ্টি করলে পুলিশ তাদের ধাওয়া করে।
এর আগে, শনিবার রাতে রায়পুর-চাঁদপুর সড়কের খাইল্যার পোল এলাকায় পেট্রোল ঢেলে দুটি অটোরিকশা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় রোববার দুপুরে অটোরিকশা মালিক মো. মিন্টু বাদি হয়ে আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
আসামিরা হলেন- উত্তর কেরোয়া গ্রামের আক্কাছ মিয়ার ছেলে জাকির হোসেন (২৫), একই এলাকার মৃত আয়াত উল্যার ছলে বাচ্চু (২৫), মুছলিম মিয়ার ছেলে সবুজ (২৫), ইয়াছিন মিয়ার ছেলে লিটন (২২), দরবেশ মিয়ার ছেলে মোহাব্বত উল্যা (৩২), আহছান উল্যার ছেলে সুমন (২৪), ছফি উল্যার ছেলে জাবেদ (২৪) ও দক্ষিণ চরপাতা গ্রামের আক্কাছ আলীর ছেলে মিরাজ হোসেন (২৫)। তবে ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।

অটোরিকশার মালিক মো. মিন্টু জানান, শনিবার রাত পৌনে ১২টার দিকে রায়পুর থেকে যাত্রী নিয়ে তিনি চাঁদপুর যাচ্ছিলেন। পথিমধ্যে চরপাতা এলাকার খাইল্যার পোল নামক স্থানে পিকেটাররা তার এবং বিপরীত দিক থেকে আসা আরও একটি অটোরিকশায় পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। এতে দুটি অটোরিকশা মালিকের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক আকন্দ জানান, ভাঙচুর ও সড়ক অবরোধের সংবাদ শোনা মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকেটারদের গ্রেপ্তারের চেষ্টা করে। দুটি অটোরিকশা পুড়িয়ে দেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া