adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিনাইয়ে ভয়াবহ হামলায় নিহত ২৬

egypt1-1422592698আন্তর্জাতিক ডেস্ক : মিশরের সিনাই উপদ্বীপে ইসলামি জঙ্গিদের ভয়াবহ হামলায় সেনাসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে। জঙ্গিরা গাড়িবোমা হামলা, গোলাবর্ষণ ও গুলি চালিয়ে সিরিজ হামলা চালিয়েছে।
শুক্রবার বিবিসি ও আলজাজিরা অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে। উত্তর সিনাইয়ের রাজধানী আল-আরিশে একটি সামরিক ঘাঁটিতে মর্টার হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে।
গাজা সীমান্তবর্তী রাফা এবং জুয়াইদেও হামলা চালিয়েছে ইসলামি জঙ্গিরা। জঙ্গিগোষ্ঠী আনসার বেইত আল-মাগদিস এই হামলার দায় স্বীকার করেছে। এই সংগঠন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত।
২০১৩ সালে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর জঙ্গিরা এ ধরনের হামলা চালিয়ে আসছে। এর আগে সিনাইয়ে কয়েকটি হামলা হয়েছে।
গত সপ্তাহ থেকে মিশরে উত্তেজনা বিরাজ করছে। সরকারবিরোধীরা প্রাক্তন স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের চার বছর পূর্তিতে বিভিন্ন ইভেন্ট আয়োজন করছে। ২০১১ সালে হোসনি মোবারকের পতন হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া