adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব, সত্য নয়

news_imgনিজস্ব প্রতিবেদক: এ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন এমন একটি খবর সন্ধ্যার পর পরই লোক মুখে ছড়িয়ে পড়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব দ্রুততার সাথে খবরটি ছড়িয়ে পড়ে। পরে এ বিষয়টি নিয়ে রিজভী নিজেও একটি বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ দুপুরের দিকে বিভিন্ন গণমাধ্যমে আমার একটি বিবৃতি প্রকাশ ও প্রচারের জন্য পাঠানো হয়। কিন্তু অতীব দু:খের সহিত জানাচ্ছি যে, কোনো কোনো গণমাধ্যমে আমার প্রেরিত বিবৃতিটিতে আমাকে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিমূলক। আমি আমার প্রেরিত বিবৃতিটিতে কোথাও নিজেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে উল্লেখ করিনি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে মিথ্যা মামলায় কারান্তরীণ রয়েছেন, ফলে কোনো কোনো মহল আমাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মর্মে বিভ্রান্তি ছড়াচ্ছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করা এবং আন্দোলনে জনগণের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে ভীত হয়ে সরকারের নিয়োজিত বিভিন্ন সংস্থা এ ধরণের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। দলের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ জনগণকে এ ধরণের অসত্য ও বানোয়াট তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি উদ্বাত্ত আহবান জানাচ্ছি। এ ধরনের বিভ্রান্তিমূলক কথা প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার জন্য আমি সকল গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানাচ্ছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া