adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ছুটির দিনে আড্ডায় মাশরাফিরা

mushiক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ার ব্রিসবেনে টানা তিন দিনের কঠোর অনুশীলনের শেষে শুক্রবার বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ছুটির দিনে হোটেলে না ঘুমিয়ে এ দিন বেশ ভালোভাবেই আনন্দ-ফুর্তি করে কাটিয়েছে সাকিব-তামিমরা। ব্রিসবেনের গো কার্টিংয়ে (এক ধরনের ইনডোর মোটর রেসিং পার্ক) ঘুরতে গিয়ে বেশ জমিয়ে আড্ডায় মেতে ছিলেন তারা।
bcb-05ইনডোর গো কার্টিংয়ে মটর রেসিংয়েও অংশ নেন ক্রিকেটাররা। শুধু তাই নয়, মটর রেসিংয়ে বিজয়ীও নির্বাচন করা হয়। এনামুল হক বিজয় হলেন চ্যাম্পিয়ন, রানারআপ আল-আমিন আর তাসকিন আহমেদ হলেন তৃতীয়। এরপর মধ্যাহ্নভোজেও অংশ নেন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে প্রথম দুই দিন নেটে ব্যাটিং অনুশীলন শেষে তৃতীয় তিন ফিল্ডিং অনুশীলন করেছে টিম বাংলাদেশ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা নিয়েই সবার আগেই অস্ট্রেলিয়ার পাড়ি জমিয়েছে ক্রিকেটাররা। উদ্দেশ্য অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ভিন্ন কন্ডিশনকে নিজেদের মতো করে মানিয়ে নেয়া।
bcb-01উল্লেখ্য’ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসিরি ক্রিকেট বিশ্বকাপের একাদশতম আসরে পঞ্চমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে। ১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ায় কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া