adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উদ্ধার হওয়া মালেয়েশিয়াগামী ৪২ জনের পরিচয় পাওয়া গেছে

IMG_20150130_010637জামাল জাহেদ,কক্সবাজার : সাগরে মহেশখালি  কুতুবদিয়া চ্যানেলে খদিয়ারটেক এলাকায় অবৈধ উপায়ে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনায় ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কুতুবদিয়া চ্যানেল থেকে ভাসমান অবস্থায় ৩২ জন ও মহেশখালীর মাতারবাড়ী চ্যানেল থেকে ১০জনকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে কুতুবদিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিন জনকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কুতুবদিয়ায় জীবিত উদ্ধার ৩২ জন থানা হেফাজতে রয়েছে। ট্রলার ডুবির ঘটনায় অন্তত: আরো অর্ধশতাধিক মালয়েশিয়াগামী নিখোঁজ রয়েছেন বলে কুতুবদিয়া থানা পুলিশ নিশ্চিত করেছে। 
কুতুবদিয়ায় জীবিত উদ্ধারকৃতদের মধ্যে যশোর, নারায়নগঞ্জ, বগুড়া, কক্সবাজার সদর, নরসিংদী ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকার লোকজন রয়েছে। এর মধ্যে যশোর জেলার মো. নাজিম উদ্দিন (৩৫), মো: সাত্তার হোসেন (৩০), মো. খোকন হোসেন (২৫), সিরাজুল ইসলাম (২৬), মো. সবুজ হোসেন (১৮), মো. ইয়াসিন হোসেন (২৮), সুজন হোসেন (১৮), রফিকুল ইসলাম (৪২), আয়ুউব হোসেন (২৬), মো. আলমগীর হোসেন (২৮), মো. ফয়েজ (২৬), নারায়নগঞ্জের জেলার মো. আবুল কালাম (৩২), মো. শাহাদাত (১৭), মো. শফিক (২৩), মো. শরীফ সিকদার (২৬), মো. কাউসার (২০), বগুড়ার মো. রুবেল হোসেন (২৮), কক্সবাজার জেলার সদর উপজেলার পোকখালী গ্রামের মো. ইয়াসিন হোসেন, ইসমাঈল হোসেন (৩৫), মো. উবায়দুল হক (৩৫), নুর মোহাম্মদ (৪৮), নরসিংদী জেলার গোলাপ মিয়া (২৫), আল আমিন (১৯), মো. ইউসুফ (২০), মো. শাহাজান মিয়া (৩৪), মোশারফ হোসে (২৩), মাদারীপুর জেলার মো. ইব্রাহিম হোসেন (২৫), উজ্জল মোল্লা (৩০), মো. শহিদুল্লাহ (২৩), মো. দুল্লাল হাসান (২৬), নেয়ামত শেখ (২৪), শিমুল হোসেন (২৪)। উদ্ধার আরো কয়েজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত নিখোঁজ মালয়েশিয়াগামী কোন ব্যক্তিতে মৃত উদ্ধার করা যায়নি। কুতুবদিয়া ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারাণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, কোস্ট গার্ড ও নৌ-বাহিনী বঙ্গোপসাগরের মহেশখালীর ধলঘাট পয়েন্ট থেকে ডুবে যাওয়া এফবি ইদ্রিছ নামক ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই জানান, বিকাল ৫টা পর্যন্ত মোট ৪২ যাত্রী উদ্ধার হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে, তারা চট্টগ্রামের মাঝের ঘাট এলাকা থেকে বুধবার রাত ১০টার দিকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। আর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কুতুবদিয়ার চ্যানেলে এসে ট্রলারটি ডুবে যায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া