adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের পররাষ্ট্রসচিবকে বরখাস্ত করলেন মোদি

Sujata-Singh-1-1422502928আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দিল্লি সফরের পরদিন বুধবার ভারতের আলোচিত পররাষ্ট্রসচিব সুজাতা সিংকে বরখাস্ত করেছে নরেন্দ্র মোদির সরকার। সুজাতার স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুব্রামানিয়াম জয়শঙ্কর।
 
দেশটির সিভিল সার্ভিসে যোগদানের ক্ষেত্রে সুজাতার চেয়ে এক ব্যাচ জুনিয়র সুব্রামানিয়াম। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বুধবার রাতে সরকারের কাছ থেকে এই অপ্রত্যাশিত ঘোষণাটি আসে। সুজাতা সিংয়ের ব্যাপারে মোদি সরকারের এই পদক্ষেপকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা হচ্ছে না। কারণ, আর মাত্র আট মাস পর তার অবসরে যাওয়ার কথা ছিল।
২৮ বছর আগে রাজীব গান্ধী সরকার ততকালীন পররাষ্ট্রসচিব এপি ভেঙ্কাটেশওয়ারানাকে বরখাস্তের পর দেশটিতে ফের এমন ঘটনা ঘটল।
সরকারি ঘোষণায় জানানো হয়, পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের মেয়াদ কাটছাঁটের সিদ্ধান্ত তাতক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।
 কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে, সে ব্যাপারে এখনো স্পষ্ট করে জানা যায়নি। তবে সুজাতার বাবা প্রাক্তন আইবিপ্রধান টি ভি রাজেসওয়ার বিরোধী দল কংগ্রেসের কড়া সমর্থক। তবে অনেকের মতে, দিল্লির সিটি ফোর্ট মিলনায়তনে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দমন-পীড়নের বিষয়ে ওবামা যে বক্তব্য দিয়েছেন, তার জেরে এ ঘটনা ঘটতে পারে।   
 তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া, জিনিউজ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া