adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘এক বছরে ১৫০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে রাশিয়া’

a4e04e56d3050ffb16e4b4ca2c692372_XLআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন বলেছেন, গত বছর অর্থাত ২০১৪ সালে তার দেশ ১৫০০ কোটি ডলার সমপরিমাণ অস্ত্র বিক্রি করেছে। এর মধ্যে ১৪০০ কোটি ডলার সমপরিমাণ অস্ত্র বিক্রির নতুন অর্ডার পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। রুশ ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশন’এর সঙ্গে ক্রেমলিনে বৈঠকের সময় এ কথা জানিয়েছেন তিনি। 

তিনি বলেন, এশিয়া প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চল, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ক্যারাবিয়ান অঞ্চলে অস্ত্র বিক্রি বাড়ানোর পরিকল্পনা করেছে রাশিয়া। গত বছর বিশ্বের ৬০টিরও বেশি দেশে রাশিয়া সামরিক সরঞ্জাম রফতানি করেছে বলে জানান তিনি। 
প্রেসিডেন্ট পুতিন বলেন, নতুন চ্যালেঞ্জ এবং হুমকির মুখে অনেক দেশই তাদের সামরিক নীতি পর্যালোচনা এবং জাতীয় সেনাবাহিনীকে আধুনিকায়ন করতে বাধ্য হয়েছে। বিশ্বে অস্ত্র রফতানির ক্ষেত্রে আমেরিকার পরই স্থান করে নিয়েছে রাশিয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া