adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ইত্যাদি’ এবার খাগড়াছড়িতে

ittadi-1422363087বিনোদন ডেস্ক : ‘ইত্যাদি’র আগামী পর্ব ধারণ করা হয়েছে পার্বত্য জনগোষ্ঠী অধ্যুষিত খাগড়াছড়িতে। ১৯ জানুয়ারি খাগড়াছড়ির চেঙ্গী গলফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে ধারণ করা হয়েছে এবারের পর্বটি।
এ অনুষ্ঠানের প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন থেকে জানানো হয়েছে- চেঙ্গী নদীর তীর ঘেঁষেই অবস্থিত খাগড়াছড়ি। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় এ পর্বের। এ পুরো আয়োজনটি ধারণ করা হয় রাতে। ফলে পাহাড়ের রাতের সৌন্দর্য দেখা যাবে এবার।
এ পর্বেও থাকছে কয়েকটি প্রতিবেদন। রয়েছে শিক্ষানুরাগী রিক্সা চালক মো. জাকের হোসেনকে নিয়ে প্রতিবেদন। এ ছাড়াও ভূমিহীন দিনমজুর সিদ্দিক গাজী যিনি প্রায় ত্রিশ বছর ধরে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে বকুল ফুলের গাছ রোপন করে আসছেন, তাকে নিয়ে একটি প্রতিবেদন। সরকারি কর্মচারী এবিএম নজরুল ইসলামের নিষ্ঠা এবং কর্মনিষ্ঠার উপর রয়েছে একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। এ ছাড়াও পাহাড়ী কন্যা রাঙামাটি জেলার সাজেক ভ্যালীর উপর রয়েছে তথ্য ভিত্তিক প্রতিবেদন।
এ পর্বে মূল গান রয়েছে একটি। বিভিন্ন জাতি সত্ত্বার মধ্যে বন্ধন এবং আমাদের দেশের রূপ-বৈচিত্র্য বর্ণনা করে এই দেশাত্মবোধক গান গেয়েছেন কণ্ঠশিল্পী এ্যান্ড্রু কিশোর। এটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন আলী আকবর রূপু। গানটি নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ির বিভিন্ন নান্দনিক লোকেশান, সাজেক ভ্যালীর বিভিন্ন স্পটে এবং মঞ্চে দর্শকদের সামনে ৩ দিন ধরে ধারণ করা হয়। এ গানের কোরিওগ্রাফি করেছেন- স্থানীয় নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানে রয়েছে একটি ব্যতিক্রমী নাচ। যাতে অংশগ্রহণ করেছেন স্থানীয় বিভিন্ন পাহাড়ী সম্প্রদায় এবং বাঙালী নৃত্যশিল্পীরা। চাকমা-ত্রিপুরা-মারমা ও বাংলা ভাষায় গাওয়া একটি দেশের গানের সঙ্গে এই নাচটিতে অংশগ্রহণ করেছেন প্রায় তিন শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী।
নিয়মিত পর্ব হিসেবে রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।
৩০ জানুয়ারি, শুক্রবার রাত ৮টার সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ‘ইত্যাদি’র এ পর্ব। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

নির্মান করেছে ফাগুন অডিও ভিশন। ‘ইত্যাদি’ স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্মেটিকস লিমিটেড।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া