adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মামলা হলো খালেদা জিয়ার বিরুদ্ধে

Khaleda----5-1422161973নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা হামলায় ২৯ জন দগ্ধের ঘটনায় এ মামলা করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক কে এম নুরুজ্জামান শনিবার বিকালে এই মামলা করেন। মামলায় পেট্রোল বোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ী বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করেছেন তিনি।
 এসআই নুরুজ্জামান বলেন, ‘খালেদা জিয়াকে মামলায় হুকুমের আসামি করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।’
 
এ মামলার ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর করের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
গত শুক্রবার রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হলে ২৭ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিতসাধীন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবরোধের মধ্যে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে ‘হুকুমের আসামি’ করার পক্ষে মত দেওয়ার দুই দিনের মাথায় এ মামলা হল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া