adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘ভারতে মুসলিম বৃদ্ধির জন্য বাংলাদেশিরা দায়ী’

nondon-1421965345আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্য প্রদেশের বিজেপি প্রধান নন্দকুমার সিং চৌহান বাংলাদেশের মুসলমানদের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘বাংলাদেশের অভিবাসীদের অন্তঃপ্রবাহের কারণে ভারতের মুসলিম জনসংখ্যা বেড়ে গেছে। যা জাতীয় সম্পদের ওপর চাপ সৃষ্টি করছে এবং জাতীয় অখণ্ডতা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার ওপর ভারতের আদমশুমারির সাম্প্রতিক তথ্য নিয়ে এ মন্তব্য করেন চৌহান। আগামী কয়েকদিনের মধ্যে এ তথ্য প্রকাশ করা হবে। ওই তথ্যে দেখা যায় যে, ২০০১ সাল থেকে ২০১১ সালের মধ্যে ভারতের মুসলিম জনসংখ্যা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে ভারতের মোট জনসংখ্যায় মুসলিমদের অংশ ১৩.৪ শতাংশ থেকে বেড়ে ১৪.২ শতাংশে দাঁড়িয়েছে।
পশ্চিমবঙ্গ ও আসামে বাংলাদেশি অভিবাসীরা সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সংযুক্ত এবং তারা ভারতের বিরুদ্ধে কাজ করছে উল্লেখ করে চৌহান বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশে যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, তাদেরকে এখানে স্বাগত জানাই। কারণ তাদের যাওয়ার কোনো জায়গা নেই। তবে যে জনগণ বিচ্ছিন্ন দেশ চেয়েছে এবং জাতিকে বিভক্ত করেছে, তাদের জন্য এখানে কোনো অভ্যর্থনা নেই। তারা যেখানে আছে সেখানে ফিরে যাক।’
চৌহান আরো বলেন, ‘ভারতে বহু সংখ্যক মুসলিম বাংলাদেশি বসবাস করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার তাদের অনুপ্রবেশ ঠেকাতে যথাপযুক্ত পদক্ষেপ নিবে। কারণ তাদের অনুপ্রবেশ দেশের অনেক স্থানের জনসংখ্যার চিত্র বদলে দিচ্ছে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া