adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও

news_img (5)আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের রাজধানী সানার প্রাণকেন্দ্রে অবস্থিত দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে রেখেছে শিয়াপন্থি সশস্ত্র হুথি বিদ্রোহীরা। দেশটির সরকারি কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী এক রকম ‘জিম্মি’ অবস্থায় আছেন।


মঙ্গলবার বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে। খবরে বলা হয়, গত সেপ্টেম্বরে দেশটির সুন্নিপন্থি হুথি বিদ্রোহীদের সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ শুরু হয়। কিন্তু ডিসেম্বরে তাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে চলতি সপ্তাহের প্রথম দিকে ৮ জন নিহত হওয়ার পর ফের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সেই সূত্র ধরে বিদ্রোহীরা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করেছে।


প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে জানায়, সোমবার সকালে রাজধানীতে রাষ্ট্রপতি প্রাসাদের আশপাশ ঘিরে ধরলে প্রেসিডেন্ট গার্ড ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। রাজধানীর রাস্তায় চারিদিকে প্রচুর সেনার উপস্থিতি লক্ষ্য করা যায়। একইসাথে মাঝে মাঝে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।


তবে রাষ্ট্রপতির বাসভবনের ভেতরে সরকারি বাহিনীর এখনও অবস্থান করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


প্রসঙ্গত, ২০১১ সাথে দেশটির সাবেক রাষ্ট্রপতি আলি আব্দুল্লাহ সালেহ পদত্যাগ করেন। এর পর থেকে দেশটিতে চরম অস্থিরতা বিরাজ করছে। তবে দেশটির বর্তমান রাষ্ট্রপতি আবদ্রাবুহ মনসুর হাদি বিদ্রোহীদের সাথে এক হয়ে একটি সর্বদলীয় সরকার গঠনে সম্মত হয়েছিলে। কিন্তু দাঙ্গা হাঙ্গামা বৃদ্ধি পাওয়ায় সেই আলোচনা ভেস্তে যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া