adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইংল্যান্ডে বিধ্বস্ত ভারত

englandমেহেদী মাসুদ : ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে  বিধ্বস্ত হয়ে দ্বিতীয় পরাজয়ের স্বাদ নিলো ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আজ মঙ্গলবার ব্রিসবেনে ৯ উইকেটের ব্যবধানে  জয় তুলে নেয় ইংলিশরা । টুর্নামেন্টে ভারতের এটি দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় পরাজয়। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে চার উইকেটে হেরেছিল ভারত।
টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩৯.৩ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ৬৭ রানের মধ্যে ৫উইকেট হারায় মহেন্দ্র সিং ধোনি দল । দলের নতুন সদস্য স্টুয়ার্ট বিন্নি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। বিন্নি সর্বোচ্চ ৪৪ রান করেছেন।  দলনায়ক ধোনি ব্যক্তিগত ৩৪ রানে ফিরে গেলে ভারতের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বিলীন হয়ে যায়। ওপেনার শিখর ধাওয়ান মাত্র ১ রান করে আউট হন। অন্য ওপেনার আজিঙ্কা রাহানে করেন ৩৩ রান। এরপর ১০ রানের মধ্যে আউট হন আরও তিন ব্যাটসম্যান। বিরাট কোহলি ৪, সুরেশ রায়না ১ এবং ৭৪ বলে মাত্র ২৩ রান করে আউট হন অম্বাতি রাইডু। শষ পর্যন্ত মাত্র ১৫৩ রানে অল আউট হয়ে যায়  ইন্ডিয়া ।
জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ নিয়ে খেলতে নেমে মাত্র ২৭.৩ ওভারে এক উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ন মরগানের দল। ওপেনার ইয়ান বেল ৮৮ এবং জেমস টেলর ৫৬ রানে অপরাজিত থাকেন। মইন আলী আট রানে আউট হন।
ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন চার ও ফিন পাঁচটি উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৫৩/১০ (বিনি ৪৪, ধোনি ৩৪, রাহানে ৩৩, রাইডু ২৩; ফিন ৫/৩৩, অ্যান্ডারসন ৪/১৮)
ইংল্যান্ড: ১৫৬/১ (বেল ৮৮*, টেলর ৫৬*; বিনি ১/৩৪)
ফল: ৯ উইকেটে জয়ী ইংল্যান্ড।

 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া