adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাসির হ্যাটট্রিকে বার্সার জয়

Messi-1-1421639940স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ হ্যাটট্রিককারী ছিলেন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ও তেলমো জারা। তারা ২২টি করে হ্যাটট্রিক করেছিলেন। ৭ ডিসেম্বর ক্রিশ্চিয়ানো রোনালদো লা লিগায় নিজের ২৩তম হ্যাটট্রিক করে ছাড়িয়ে যান স্টেফানো ও তেলমো জারাকে। এখন লা লিগার সর্বকালের সর্বোচ্চ হ্যাটট্রিককারী রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা রোনালদো।
রোববার দেপোর্টিভো লা করুনিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে ভর করে বার্সা জিতেছে ৪-০ গোলে। এই হ্যাটট্রিকটি তার ফুটবল ক্যারিয়ারের ৩২তম হ্যাটট্রিক। যার ৩০টি করেছেন বার্সেলোনার জার্সি গায়ে। আর দুটি করেছেন জাতীয় দলের জার্সি গায়ে। রোববারের হ্যাটট্রিকের সুবাদে লা লিগায় তার হ্যাটট্রিক সংখ্যা দাঁড়িয়েছে ২২ এ। এই হ্যাটট্রিক করে তিনি ছুঁয়ে ফেলেছেন লা লিগার কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ও তেলমো জারাকে।
লা লিগার সর্বোচ্চ হ্যাটট্রিককারী:
নাম                                   হ্যাটট্রিক সংখ্যা
ক্রিশ্চিয়ানো রোনালদো                  ২৩টি
লিওনেল মেসি                           ২২টি
আলফ্রেডো ডি স্টেফানো                ২২টি
তেলমো জারা                            ২২টি
এমুন্ডো সুয়ারেজ                        ১৯টি
সিজার রদ্রিগেজ                         ১৬টি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া