adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আজ সংসদ অধিবেশন বসছে

Parliament-1421607048নিজস্ব প্রতিবেদক : চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ সোমবার। এটি হবে দশম সংসদের পঞ্চম অধিবেশন।
এদিন বিকেল ৪টায় এ অধিবেশন শুরু হচ্ছে।  এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় সংসদ। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে বক্তব্য রাখবেন। অধিবেশনে পাস হওয়ার জন্য নতুন দুটি বিল জমা পড়েছে ।
রোববার সংসদ সচিবালয় সূত্র জানায়, রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা হবে। এ কারণে অন্যান্য বছরের ন্যায় এবারো বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হবে। গত বছর প্রথম অধিবেশনের মেয়াদ ছিল ৩৬ কার্যদিবস।
অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নির্ধারণ করা হবে। কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে সোমবার বিকেল ৩টায় ।
প্রসঙ্গত, বিএনপি-জামায়াত জোটের বর্জনের মধ্য দিয়ে গত বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর গঠিত হয় দশম জাতীয় সংসদ। এর প্রথম অধিবেশন বসে ২০১৪ সালের ২৯ জানুয়ারি। গত ৩০ নভেম্বর শেষ হয় দশম সংসদের চতুর্থ অধিবেশন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া