৩১ বলে ১০০, ভিলিয়ার্সের অসাধারণ রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক : বিশ্বাস করুণ বা নাই করুন, ৩১ বলে সেঞ্চুরি। এই অবিশ্বাস্য ও অসাধারণ কাজটি করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩১ বলে সেঞ্চুরি করে ভেঙ্গে দিলেন মাত্র কিছুদিন আগে ৩৬ বলে করা অ্যান্ডারসনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
একই ম্যাচে ডি ভিলিয়ার্স ভেঙ্গেছেন হাফ সেঞ্চুরির রেকর্ডও। মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন তিনি। ২২ বছর আগে রেকর্ডটি গড়েছিলেন শ্রীলংকার সনাথ জয়সুরিয়া। ১৯৯৬ সালে ১৭ বলে হাফ সেঞ্চুরির সেই রেকর্ড আর টিকতে পারলো না প্রোটিয়া ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সেল সামনে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস হেরে আগে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৩৯ রান। ওয়ানডে ক্রিকেটে যা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। সাজঘরে ফেরা ওপেনার রিলি রসাউও সেঞ্চুরি (১২৮) করেছেন।