adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ -গীতিকার গোবিন্দ হালদার আর নেই

Govindo-1421476437ডেস্ক রিপোর্ট : প্রখ্যাত গীতিকার গোবিন্দ হালদার মারা গেছেন। শনিবার ১০টা ২০ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মানিকতলার জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গোবিন্দ হালদারের মেয়ে গোপা হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৯৩০ সালের ২১ ফেব্র“য়ারি পশ্চিমবঙ্গের বনগাঁয়ে জন্মগ্রহণ করেন গোবিন্দ হালদার। চাকরি সূত্রে প্রায় ৫০ বছর আগে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন তিনি। গোবিন্দ হালদারকে গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৩ ডিসেম্বর কলকাতার মানিকতলার জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে ভর্তি করা হয়। 
‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল’, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’ প্রভৃতি কালজয়ী গানের রচয়িতা গোবিন্দ হালদার। স্বাধীনতাযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত এসব গান তখন মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জোগায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া