adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওবামার নিরাপত্তা নিয়ে দিল্লি হাইকোর্টের বিস্ময়

ovdu9lrfআন্তর্জাতিক ডেস্ক : ভারত সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তা নিশ্চিত করতে বাড়াবাড়ি রকমের ততপরতা শুরু করেছে মোদি সরকার। তাদের এই প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছে দিল্লি হাইকোর্ট। আগামী ২৬ জানুয়ারি ভারত সফরে আসছেন ওবামা।
মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লিতে ১৫ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। শুক্রবার এই খবরে বিস্ময় প্রকাশ করেছেন দিল্লি হাইকোর্টের দুই বিচারপতি।
শুক্রবার বিচারপতি বদর দুরেজ আহমেদ এবং সঞ্জীব সাচডেভ নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা একজন বিদেশি প্রেসিডেন্টের জন্য এতকিছু করছেন। কিš‘ আপনারা নিজের দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য কিছুই করতে পারেন না। আমরা যদি ভারতীয় নাগরিকদের জন্য আপনাদের এসব সিসিটিভি ক্যামেরা বসাতে বলতাম, তাহলে আপনারা কয়েক মাস তো দূরের কথা, কয়েক বছরেও তা শেষ করতে পারতেন না। অথচ এখন মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আপনারা এগুলো বসাচ্ছেন।’
এরপর ওই দুই বিচারক দিল্লি নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর জন্য স্থানীয় নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া