adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিযোগ – পুলিশি নির্যাতনে বিএনপিকর্মীর মৃত্যু

পুলিশি-নির্যাতননিজস্ব প্রতিবেদক : পুলিশি নির্যাতনে মোহন বেপারী (৫৮) নামে এক বিএনপিকর্মীর মৃত্যুর  অভিযোগ উঠেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোহন বেপারীর বাবার নাম বাচ্চু বেপারী। গ্রাম মোহনপুর, চাঁদপুর। তিনি রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে থাকতেন।
নিহতের শ্যালক আল আমিন জানান, গত রোববার সকালে শাহ আলী থানা পুলিশ মোহন বেপারীসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠায়। কিন্তু গত বুধবার কারাগারে থাকা অবস্থায় মোহন বেপারী অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চিকিতসাধীন অবস্থায় মোহন বেপারীর মৃত্যু হয়।
ময়না তদন্তের জন্য নিহতের লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশি নির্যাতনের কারণেই মোহন বেপারীর মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া