adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজভী বললেন – হরতাল সফল, অবরোধ চলবে

rizvui-1421331736নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি, বিএনপি নেতৃত্বধীন জোটের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল সফল হয়েছে। একই সঙ্গে দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে রিজভী বলেন, ‘বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে এবং মানুষের মুক্তির জন্য গণতন্ত্র পূনরুদ্ধারের যে লড়াই চলছে তাকে গায়ের জোরে দমন করার জন্য সরকার এখন বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতার দাপটে বর্তমান অবৈধ ক্ষমতাসীন গোষ্ঠি মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে।’
বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের এক নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য নীলনকশার অংশ হিসেবে খালেদা জিয়া এখন নিজের দলের নেতা-কর্মীদেরকে হত্যার পরিকল্পনা করেছেন।’
‘বিএনপি দেশের একটি বৃহত গণতান্ত্রিক রাজনৈতিক দলই নয়, বরং দলটি জনগণের ম্যান্ডেট নিয়ে কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে। নীলনকশা আওয়ামী লীগেরই চিরাচরিত ঐতিহ্য। যেমন তারা একটা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা জোর  করে আগলে ধরে রেখেছে’, বলেন রুহুল কবির রিজভী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া