adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ার খেয়ে ৫৬ জনের মৃত্যু

5আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ মোজাম্বিকে বিয়ারের বিষক্রিয়ায় অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অর্ধশত ব্যক্তিকে। স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে প্রায় দেড়শতাধিক লোকের। রোববার (১১ জানুয়ারি) দেশটির ‘ঐতিহ্যবাহী’ বিয়ার ‘পোম্বে’ পানের পর বিষক্রিয়ায় এ বিপর্যয় ঘটে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়। আলেক্স আলবার্তিনি নামে স্থানীয় স্বাস্থ্য অধিদফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তেতে প্রদেশে একটি শেষকৃত্যানুষ্ঠানে বিয়ার পানের পর চিতিমা ও সঙ্গো জেলার লোকেরা এই প্রাণঘাতী বিপর্যয়ে পড়ে।
মোজাম্বিকের ঐতিহ্যবাহী বিয়ার ‘পোম্বে’ ভুট্টার গুড়া দিয়ে তৈরি হয়। কর্তৃপক্ষ মনে করছে, শেষকৃত্য চলাকালে কোনোভাবে ওই বিয়ারে কুমিরের পিত্তের উপাদান মিশ্রিত হয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের পরিচালক কার্ল মোসে জানান, আক্রান্ত ও মৃতদের রক্ত এবং বিয়ারের নমুনা পরীক্ষার জন্য রাজধানী মাপুতুতে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, সকালে যারা এই বিয়ার পান করেছেন তারা আক্রান্ত না হলেও বিকেলের অংশগ্রহণকারীদেরই গণহারে মৃত্যু হয়েছে। তাছাড়া, যিনি এই বিয়ার সরবরাহ করেছেন সেই নারীও বিষক্রিয়ায় মারা গেছেন বলে জানায় সংবাদ মাধ্যমগুলো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া