adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুবেলের জামিনে স্বস্তি বিসিবিতে

BCBনিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলায় জাতীয় দলের পেসার রুবেল হোসেনের জামিনে স্বস্থিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় দলের নির্বাচকরা। জাতীয় দলের প্রতিভাবান এই পেসার আগামীকাল অর্থাত, সোমবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
ফারুক আহমেদ বাংলামেইলকে বলেন, ‘বিশ্বকাপের স্কোয়াডে থাকা জাতীয় দলের পেসার রুবেল হোসেন জামিন পাওয়াতে আমরা খুশি। সত্যি বলতে, তার জামিনে আমরা এখন বেশ নির্ভার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বস্তিতে আছে। বিশ্বকাপের মাস খানেক আগে রুবেল হঠাৎ করে জেলে যাওয়ায় আমরা বেশ চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম।’
চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির ধর্ষণ মামলায় অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জামিন পেয়েছেন রুবেল। রোববার দুপুর দেড়টার দিকে ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস রুবেলকে জামিন দেন। গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে আÍসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক আবেদন নামঞ্জুর করে রুবেলকে জেলহাজতে পাঠিয়েছিলেন।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া