adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আখেরি মোনাজাত দুপুরের আগেই

news_img (1)নিজস্ব প্রতিবেদক : ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রবিবার দুপুরের আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। রবিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ। গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তাবলিগ জামাতের সর্ববৃহত এ জমায়েতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। এতে ৫০টি দেশের মুসল্লিরা অংশ নেন।

৩ দিনব্যাপী প্রথম পর্বের ইজতেমার শেষ দিন রবিবার বাদ ফজর উসুলে বয়ানের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল সকাল ৯টা পর্যন্ত চলবে এ বয়ান। এরপর এক ঘণ্টা বিরতি দিয়ে তাশকিল ও হেদায়েতি বয়ান শুরু হবে। বয়ান করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ। এরপর তিনিই বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে আরবি ও উর্দু ভাষায় মোনাজাত পরিচালনা করবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া