adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আসছে নতুন দশ চ্যানেল

image_113428_0নিজস্ব প্রতিবেদক : খুব শিগরিই চালু হচ্ছে নতুন দশটি টিভি চ্যানেল। ওই চ্যানেলগুলোর অপেক্ষায় রয়েছে দেশের মিডিয়া কর্মীরা। বর্তমান চ্যানেল ছেড়ে নতুন চ্যানেলে যেতে চাচ্ছেন অনেকেই। এদিকে, যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের জন্যও নতুন চ্যানেলগুলো আশার আলো নিয়ে আসছে। তবে যারা এই চ্যানেলগুলোর অনুমোদন পেয়েছেন তারা কেউ ব্যবসায়ী আবার কেউ সাংবাদিক। চূড়ান্তভাবে অনুমোদন পাওয়া দশ চ্যানেলের মালিকের না ও ঠিকানা ‘জয়পরাজয়’ পাঠকদের জন্য তুলে ধরা হলো –
১. বাংলা টিভি লিমিটেড (আব্দুস সামাদ; এইচ/৪২, নিউ এয়ারপোর্ট রোড, মহাখালী সি/এ, ঢাকা-১২১৫); ২. চ্যানেল ২১ (আব্দুল্লাহ আল মামুন; ব্রডকাস্ট ওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড, প্লানারস টাওয়ার, লেভেল-১৩, স্যুট নং- ৪-৫, ১৩/এ, বিপণন সি/এ, সোনারগাঁও রোড, বাংলা মটর, ঢাকা-১০০০); ৩. রেনেসাঁ টিভি (চেয়ারম্যান- শাহরিয়ার আলম; বারিন্দ মিডিয়া লিমিটেড; হাউজ নং- ৪৩, রোড নং- ৩৫/এ, ৫ম তলা, গুলশান-২, ঢাকা-১২১২); ৪. ঢাকা বাংলা টেলিভিশন (ব্যবস্থাপনা পরিচালক- ইকবাল সোবহান চৌধুরী; ঢাকা বাংলা মিডিয়া এন্ড কমিউনিকেশন লিঃ, আজিজ ভবন, ৯৩, মতিঝিল সি/এ, ফ্লোর-০৯, ঢাকা), ৫. এটিভি (আব্বাস উল্লাহ শিকদার; এটিভি লিমিটেড, হাউজ নং-৭৯, ব্লক-ই (২য় তলা), শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড, বনানী চেয়ারম্যান বাড়ি, ঢাকা-১২১৩), ৬. নিউজ টোয়েন্টিফোর ( ব্যবস্থাপনা পরিচালক- সায়েম সোবহান; ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্র“প লিঃ; বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট নং- ৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯), ৭. আমার গান (চেয়ারম্যান- তরুণ দে; মিডিয়া বাংলাদেশ লিঃ; ২২/এ, ফারুক সরণি (৪র্থ ও ৫ম তলা), নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯); ৮. নিউ ভিশন টেলিভিশন (প্রধান নির্বাহী কর্মকর্তা- শাহ আলমগীর; নিউজ এন্ড ইমেজেস লিঃ, হাউজ নং-৬/৯, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা-১২০৭), ৯. রংধনু টিভি ( খালিদ মাহমুদ চৌধুরী/ এম ইব্রাহিম; রংধনু মিডিয়া লিঃ, ২৫/৪, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬) এবং ১০. যাদু মিডিয়া লিঃ (চেয়ারম্যান- আনিসুল হক; লোটাস কামাল টাওয়ার, ১০ তলা, ৫৭ জোয়ার সাহারা সি/এ, নিকুঞ্জ-২, নিউ এয়ারপোর্ট রোড, ঢাকা)

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া