adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৪৮ রান এগিয়ে অস্ট্রেলিয়া

11স্পোর্টস ডেস্ক : সিডনি টেস্ট জয়ের জন্য কতটুকু মরিয়া অস্ট্রেলিয়া তা তাদের দ্বিতীয় ইনিংসে রান তোলার হার দেখেই বোঝা যাচ্ছে। প্রথম ইনিংসে লিড ৯৭ রান। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারালেও রান সংগ্রহ হয়েছে ২৫১। তাতেই ভারতের সামনে স্বাগতিকদের লিড দাঁড়িয়ে গেছে ৩৪৮ রানের। দ্বিতীয় ইনিংসে অসিদের রান তোলার হার ওভারপ্রতি ৬.২৭ করে। এতটা দ্রুত রান তোলার হার ওয়ানডেতেও খুব বিরল। টেস্টে তো স্বপ্নের মতো। অথচ সেটাই করে দেখাল স্মিথ অ্যান্ড কোং। অধিনায়ক স্টিভেন স্মিথ ৭০ বলে করেন ৭১ রান। মিডল অর্ডারের আরেক ব্যাটসম্যান জো বার্নস মাত্র ৩৯ বলে খেলেন ৬৬ রানের ঝড়ো এক ইনিংস। ৮টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার ছিল তার ইনিংসে। এছাড়া ওপেনার ক্রিস রজার্স ৭৭ বলে খেলেন ৫৬ রানের কার্যকরি এক ইনিংস। ৩০ বলে ৩১ রানে অপরাজিত রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন। ভারতের রবিচন্দ্র অশ্বিন একাই নেন ৪ উইকেট। আকি দুই উইকেট ভাগাভাগি করে নেন ভুবনেশ্বর কুমার আর মোহাম্মদ শামি। এর আগে দিনের শুরুতে আগের দিনের ৫ উইকেটে ৩৪২ রান নিয়ে খেলতে নেমে ৪৭৫ রানে অলআউট হয়ে যায় ভারত। আগের দিনের ১৪০ রানের সঙ্গে আর মাত্র ৭ রান যোগ করেই আউট হয়ে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। রবিচন্দ্র অশ্বিন করেন ৫০, ঋদ্ধিমান সাহা করেন ৩৫ এবং ভুবনেশ্বর কুমার করেন ৩০ রান। অস্ট্রেলিয়ার পক্ষে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। রায়ান হ্যারিস, নাথান লিওন, শেন ওয়াটসন ২টি করে এবং হ্যাজলউড নেন ১টি উইকেট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া