adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হেরে গেছেন রাজাপাকসে

3আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বর্তমান প্রেসিডেন্ট মহিন্দ্র রাজা পাকসে এবার আর উতরে যেতে পারলেন না। এরইমধ্যে রাজাপাকসে তার পরাজয় স্বীকার করে নিয়েছেন বলে তার দফতরের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে। মাত্র দুইমাস আগে রাজাপাকসের সরকারেই যোগ দেওয়া স্বাস্থ্যমন্ত্রী মাইথরিপালা সিরিসেনার কাছে পরাজিত হয়েছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। মাইথরিপালা সিরিসেনা দল ত্যাগ করে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আনুষ্ঠানিকভাবে শুক্রবারই ফল প্রকাশ করার কথা রয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী রাজাপাকসে এরইমধ্যে তার সরকারি বাসা ছেড়ে দিয়েছেন। এক দশক ধরে দ্বীপ দেশটিতে অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে ক্ষমতায় রাজাপাকসে। ২০০৫ সালে ক্ষমতায় আসার পর বিদ্রোহী তামিল টাইগারদের নির্মূল করে ২০১০ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন তিনি। বর্তমানে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নেতা তিনি। গৃহযুদ্ধের পর জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ব্যর্থতার কারণসহ দুর্নীতি ও  স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এ নেতার বিরুদ্ধে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া