adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসিকে কখনওই চায় না রিয়াল মাদ্রিদ

1স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ছেড়ে দিতে পারেনি মেসি! এ খবর চাউর হওয়ার পর তাকে দলে পেতে তীর্থের কাকে মত তাকিয়ে আছে বিশ্বের অন্য সেরা সেরা ক্লাবগুলো। এমনকি বাই আউট ক্লজ ২৫০ মিলিয়ন ইউরো (প্রায় আড়াই হাজার কোটি টাকা) পরিশোধ করে হলেও মেসিকে কিনতে চায় চেলসি, পিএসজির মত ক্লাবগুলো। তবে, আর যাই হোক, বার্সার আর্জেন্টাইন তারকাকে নিতে চায় না রিয়াল মাদ্রিদ। লজ ব্লাঙ্কোজদের অধিনায়ক ইকার ক্যাসিয়াস স্রেফ জানিয়ে দিয়েছেন, মেসিকে সহজে কেনার মত অবস্থা তৈরী হলেও রিয়াল মাদ্রিদ তাকে কেনার চেষ্টা করবে না। যখন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষককে জিজ্ঞাসা করা হয়, তারা মেসিকে কিনতে চায় কি না, তখনই এই জবাব দেন তিনি। তবে একই সাথে ক্যাসিয়াস জানিয়েছেন, যত কিছুই হোক বার্সেলোনা গভীর এই সংকটের মধ্য থেকে দ্রুতই বেরিয়ে আসবে। ক্যাসিয়াস বলেন, ‘না, মেসিকে কেনার আমাদের প্রয়োজন নেই। কারন, একটি স্কোয়াড হিসেবে আমরা এখন বেশ ভালো অবস্থায় আছি এবং অনেক ভালো পারফরম্যান্সও করছি। এ মুহূর্তে তাই মেসিকে কেনার কোন অপশনই আমাদের হাতে নেই।’ একই সঙ্গে ক্যাসিয়াস বলেন, ‘সাময়িকভাবে বার্সায় কিছু সমস্যা তৈরী হয়েছে। তবে আমি এটাও মনে করি না যে, তাদের স্পোর্টিং ডিরেক্টর আন্দোনি জুবিজারেতাকে বরখাস্ত করার কারণে কোন সমস্যা তৈরী হবে। তারা খুব দ্রুতই এ থেকে বেরিয়ে আসবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া