adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোল করেই প্রমান দিলেন মেসি

2স্পোর্টস ডেস্ক : গত চারদিনে কত কিছুই না ঘটে গেলো ন্যু ক্যাম্পে। এক রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হারের পর যে ঝড় উঠেছে বার্সেলোনায়, তাতে লণ্ডভণ্ড হয়ে যেতে বসেছিল তাদের সাজানো সংসার। মেসি আর কোচ লুই এনরিকের মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ ধারণ করে। এমনকি সম্ভাবনা দেখা দিচ্ছিল মেসির বার্সা ছেড়ে দেওয়া নিয়েও। তবে কোন কিছুই যে মেসির মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলে না তা আবারও প্রমান করে দিলেন বার্সার আর্জেন্টাইন মহা তারকা। এলচের বিপক্ষে শুধু একটি গোলই করেননি, অসাধারণ খেলাও দেখিয়েছেন তিনি। ৫ গোলের মধ্যে একটি নিজে করা ছাড়াও সরাসরি দুটি গোল করিয়েছেন তিনি। রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে যাওয়া ম্যাচে মেসিকে প্রথমার্ধে সাইড লাইনে বসিয়ে রেখেছিলেন কোচ লুই এনরিকে। সাথে বসিয়ে রাখা হয় নেইমার এবং দানি আলভেজকেও। এরপর এই তিনজনকে কেন বসিয়ে রাখা হয়েছিল- এ নিয়ে যখন সমালোচনার ঝড় ওঠে, তখন পরদিনই পেটের পীড়ার অজুহাতে অনুশীলকে আসেননি মেসি। কোচ লুই এনরিকে বিষয়টা খুব সহজভাবে নেননি। তিনি মেসিকে শাস্তি দিত্যে উদ্যোগি হন। পরিস্থিতি খুব খারাপ হওয়ার সম্ভাবনা দেখে জাভি, ইনিয়েস্তা আর বস্কুয়েটসের হস্তক্ষেপে কিছুটা শান্ত হয়। আবার কোচ এনরিকেও বার্সাকে আল্টিমেটাম দিয়ে বসে, হয় তাকে রাখা হোক, নয়তো মেসিকে। কারণ মেসির সাথে না কি তার দীর্ঘদিন কাজ করা সম্ভব নয়। এ পরিস্থিতিতে বরখাস্ত হলেন স্পোর্টিং ডিরেক্টর আন্দোনি জুবিজারেতা আর ক্লাব লিজেন্ড কার্লোস পুয়োল। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং এলচের বিপক্ষে কোপা ডেল রের ম্যাচে সেরা একাদশেই মেসি, নেইমার এবং দানি আলভেজকে রাখলেন কোচ। তাতে যে ঝড় উঠেছিল, তাতে আপাতত পানি ঢেলে দেওয়ার কাজটি হয়ে যায়। এরপর যখন মেসি একটি গোল পেলেন, তাতেই এখন সব কিছু চুকে-বুকে যাওয়ার কথা। জোড়া গোল পেয়েছেন নেইমারও। সুতরাং, ন্যু ক্যাম্প আপাতত শান্ত হয়ে আসবে সেটা এখন বলাই যায়!

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া