adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশি পাহারায় গণপরিবহণ চালানোর সিদ্ধান্ত স্বররাষ্ট্র প্রতিমন্ত্রীর

BUSS-1420700610নিজস্ব প্রতিবেদক : পুলিশি পাহারায় বৃহস্পতিবার রাত থেকে সবধরনের দূরপাল্লার গণপরিবহণ চলবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মালিকপক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো মূল্যে সড়ক, নৌ ও রেলপথ অবরোধমুক্ত রাখা হবে। দেশের ৬৪ জেলায় অবরোধের মধ্যে গণপরিবহণ চলাচল অব্যাহত থাকবে। প্রতিটি জেলার পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট জেলায় যানবাহন চলাচলে নিরাপত্তা দেবে।’
আসাদুজ্জামান খান কামাল জানান, ‘পরিবহণ মালিকরা কথা দিয়েছেন এখন থেকে সবধরনের যানবাহন চালাবেন।’
এদিকে, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। কিন্তু রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি, র‌্যাব বা পুলিশের নিরাপত্তা ছাড়াই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে টার্মিনাল ছেড়ে যাচ্ছে বাস।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো.ফারুক তালুকদার সোহেল বলেন, ‘সরকার নিরাপত্তা দিচ্ছে। আমরা নিরাপত্তা পাচ্ছি। কিন্তু সরকারের নিরাপত্তায় হাজার হাজার দূরপাল্লার বাস চালানো সম্ভব নয়। মহাসড়কে বাস নামালে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আবার বাস বসিয়ে রাখলে ব্যাংকের সুদ গুনতে হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘সরকার নিরাপত্তা দিতে চাইলেও রাস্তায় ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে বাস মালিকরা আতঙ্কিত। এ কারণে দূরপাল্লার বাস রাস্তায় নামানোর ঝুঁকি নিতে চাচ্ছেন না। গত বুধবার দৌলতদিয়া ঘাটে পার্ক করা ৭৫ লাখ টাকা দামের একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ অবস্থায় তারা গাড়ি রাস্তায় নামালেও যাত্রীদের আশানুরূপ সাড়ে পাবেন না।’
তিনি আরো বলেন, ‘প্রতি ১০ মিনিট পর পর দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় অনেক গাড়ি।হাজার হাজার দূরপাল্লার বাস এসকর্ট দিয়ে চালানো সম্ভব নয়।নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় সকাল ও রাতে দুইবার পণ্যবাহী ট্রাক বা কাভার্ড ভ্যান চালানো সম্ভব হলেও যাত্রীবাহী বাস চালানো সম্ভব নয়।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া