adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এক ফিলিস্তিনির ৩ দফা যাবজ্জীবন

12আন্তর্জাতিক ডেস্ক : এক ফিলিস্তিনিকে মঙ্গলবার তিন দফা যাবজ্জীবন দিয়েছে ইসরায়েলের এক সামরিক আদালত। পশ্চিমতীর থেকে তিন ইসরায়েলি তরুণকে অপহরণ ও হত্যার দায়ে হামাস সদস্য হুসাম কোয়াসমেহকে এই শাস্তি দেয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে তাকে নিহত তিন তরুণের পরিবারকে ৬৩ হাজার ডলার ক্ষতিপূরণ হিসেবে দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত। ৪০ বছর বয়সী হুসাম কোয়াসমেহ গত জুলাই মাসে জর্দান প্রবেশের সময় আটক করা হয়। আটক করার বেশ কয়েক সপ্তাহ পর গত আগস্ট মাসে এই হত্যা মামলায় তাকে আসামি করে ইসরায়েল কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে সন্দেহভাজন হত্যাকারীদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে হুসামের নাম ছিল না। তবে এই হত্যা মামলার বাকি দুই সন্দেহভাজন গত সেপ্টেম্বরে হেবরনে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছিলেন। গত জুনে ওই তিন তরুণের মৃত্যুকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। গাজায় ৫০ দিন ধরে চলা ওই লড়াইয়ে দুই হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিল যাদের অধিকাংশই বেসামরিক লোকজন। উল্লেখ, গত বছরের ১২ জুন জেরুজালেম এবং হেবরনের সংযোগ সড়ক থেকে নিখোঁজ হয়েছিল ওই তিন ইসরায়েলি তরুণ। এর তিন সপ্তাহ পর নিকটস্থ এক উপত্যকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই পশ্চিম তীরে হামাসের বিরুদ্ধে ব্যাপক দমনাভিযান চালায় ইসরায়েল সেনারা। সে সময় মারওয়ান কোয়াসমেহ এবং আমের আবু আইশা নামে হামাসের দুই কর্মীকে আটক করা হয়। পরে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এর কয়েক মাস পর ইসরায়েলি সেনাদের গুলিতে মারা যায় ওই দুই ফিলিস্তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া