adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিয়ালের জয়রথ থামালো ভ্যালেন্সিয়া

5স্পোর্টস ডেস্ক : ক্রিসমাস আর নতুন বছরের ছুটি কাটিয়ে লা লিগার ম্যাচে মাঠে নেমেছিল স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির শিষ্যদের বিপক্ষে স্বাগতিক হিসেবে মাঠে নেমেছিল ভ্যালেন্সিয়া। আর এ ম্যাচে রিয়ালের জয়রথ থামিয়ে দিয়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে ভ্যালেন্সিয়া। এস্তোদিয়ো দ্য মাস্তেলায় আতিথ্য গ্রহণ করা রিয়ালের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ২৩ ম্যাচ জয়ের লক্ষ্যে শুরুর একাদশে মাঠে নামেন ইকার ক্যাসিয়াস, কারভাজাল, পেপে, সার্জিও রামোস, মার্সেলো, টনি ক্রুস, ইসকো, জেমস রদ্রিগেজ, গ্যারেথ বেল, করিম বেনজেমা আর ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের ১৪তম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে স্বাগতিক খেলোয়াড়ের হ্যান্ডবল হলে পেনাল্টির সুযোগ পায় রিয়াল। আর সে সুযোগকে কাজে লাগিয়ে গোল করেন পর্তুগিজ উইঙ্গার রোনালদো। ফলে, ১-০ গোলে এগিয়ে যায় আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের ২৫ মিনিটের মাথায় আবারো গোলের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন রোনালদো। গ্যারেথ বেলের কোনাকুনি বাড়ানো বল পেয়েও গোলবারের পাশে বল জড়িয়ে দেন রোনালদো। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে বেনজেমা গোলের একটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। পাল্টা আক্রমণে ভ্যালেন্সিয়ার আন্দ্রে গোমেজের একটি জোড়ালো শট রিয়ালের গোলবারে লেগে ফিরে আসে। তবে, ম্যাচের প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলে রোনালদোর গোলেই লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল। বিরতির পর দুই মিনিট পেরুতে না পেরুতেই আবারো আক্রমণ করে ভ্যালেন্সিয়া। এবারো আন্দ্রে গোমেজ। তবে, দুর্ভাগ্য গোমেজের। গোলবারের অল্প বাইরে দিয়ে বল চলে গেলে গোলের দেখা মেলেনি স্বাগতিকদের। অবশেষে ম্যাচের ৫২ মিনিটের মাথায় গোলের দেখা পায় ভ্যালেন্সিয়া। হোসে গায়ার অ্যাসিস্টে সমতাসূচক গোলটি করেন বারাগান। ম্যাচের ৬৫তম মিনিটে লিড নেয় ভ্যালেন্সিয়া। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নিকোলাস অতামেন্ডি। প্যাজেরোর কর্নার থেকে উড়ে আসা বলে লাফিয়ে হেড করেন অতামেন্ডি। ফলে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর তিন মিনিট পরেই আবারো গোলের সুযোগ পেয়েছিল গত ৫ ম্যাচে অপরাজিত থাকা ভ্যালেন্সিয়া। রিয়ালের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে ফাঁকি দিতে পারলেও বল জালে জড়াতে পারেনি প্রথম গোলদাতা বারাগান। ম্যাচের ৭৯তম মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিল রিয়ালের। সার্জিও রামোস ভ্যালেন্সিয়ার ডি বক্সে উড়ন্ত বলে হেড করলে তা গোলবারের পাশ দিয়ে চলে যায়। ফলে, সমতায় ফেরা হয়নি আনচেলত্তির ছাত্রদের। ক্রমেই জমে উঠা খেলার ৮৫ মিনিটে মার্সেলোর বাড়িয়ে দেওয়া বলে হেড করেন ইসকো। তার হেডটি রুখে দেন স্বাগতিক গোলরক্ষক দিয়েগো আলভেজ। তবে, শেষ মুহুর্তে বল হাত থেকে ফসকে গেলে অতামেন্ডির নৈপূণ্যে বেঁচে যায় ভ্যালেন্সিয়া। গোললাইন থেকে বল ক্লিয়ার করেন অতামেন্ডি। এর দুই মিনিট পরে হেড থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের পরাজয় মেনে নেয় রিয়াল। আর এ ম্যাচে জয় হাতছাড়া হওয়ায় ১৬ ম্যাচ থেকে ১৩ জয় আর ৩টি পরাজয় নিয়ে রিয়ালের সংগ্রহ ৩৯ পয়েন্ট। আর তিন পয়েন্ট পাওয়া ভ্যালেন্সিয়া ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এলো।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া