adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাকিস্তানি জঙ্গি নৌকা- গোটাই ভারতের বানানো?

image_112674_0আন্তর্জাতিক ডেস্ক : মাঝসমুদ্রে বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পর কেটে যাওয়ার বদলে যেন ঘনীভূতই হচ্ছে ট্রলার-রহস্য৷
৩১ ডিসেম্বর রাতে পোরবন্দরের কাছে পাকিস্তানের কোনো নৌকা ছিল না বলে শনিবার জোর গলায় দাবি করেছে পাকিস্তান৷ পাক বিদেশ মন্ত্রক সূত্রে এমনও ইঙ্গিত দেওয়া হয়েছে যে পাক নৌকায় বিস্ফোরণের ঘটনাটিই আদৌ ঘটেনি৷ এটা পুরোপুরিই ভারতের তরফে তাদের গায়ে কালি ছেটানোর চেষ্টা৷ অন্য দিকে ভারতের তরফে সরাসরি এখনও কোনও সন্ত্রাসহানার দাবি করা হচ্ছে না, কারণ ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলছে৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে দাবি, ঘটনাটির সন্ত্রাস যোগ নিয়ে কোনও সন্দেহ নেই৷ কিন্ত্ত গোয়েন্দা দপ্তর তথা গুজরাট ও মহারাষ্ট্র পুলিশ বাহিনীর মধ্যেই উঠে আসছে ভিন্ন স্বর৷
আগামী ২৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের সময় জঙ্গি হানার একাধিক সতর্কতা রয়েছে কেন্দ্রের কাছে৷ গোয়েন্দা দপ্তরের রিপোর্ট বলছে, এই মুহূর্তে নিয়ন্ত্রণরেখায় অন্তত ৮-৯টি জায়গায় অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে জঙ্গিরা৷ ২৬/১১ হানার ক্ষেত্রে গোয়েন্দা সতর্কতা থাকা সত্ত্বেও ঠেকানো যায়নি হামলা, আর তা-ও এসেছিল জলপথেই৷ তাই এবার আর ঝুঁকি নেয়নি ভারতীয় উপকূলরক্ষী বাহিনী৷ 
৩১ ডিসেম্বর সকালে গোয়েন্দা দপ্তরের থেকে করাচি বন্দরে একটি 'সন্দেহজনক' নৌকার খবর পেয়েই গুজরাট উপকূলে টহল দিতে শুরু করে বাহিনীর ডর্নিয়ের বিমান৷ ১৮ ঘণ্টার দীর্ঘ অভিযান, শেষের এক ঘণ্টা জলপথে তাড়া করার শেষে প্রচণ্ড বিস্ফোরণের পর সলিলসমাধি নৌকার৷
এই ঘটনার আগে পরে বহু তথ্য জঙ্গি যোগের দিকেই নির্দেশ করছে৷ প্রথমত, ওই ট্রলারটি থেকে যে কথোপকথনে গোয়েন্দারা আড়ি পাতেন তাতে একাধিক এমন কথা ও শব্দ ব্যবহৃত হয়েছে যা পরিচিত জঙ্গি কোডওয়ার্ড৷ দ্বিতীয়ত, আরোহীরা জেলেদের মতো পোশাক পরে ছিল না, তাদের পরনে ছিল টি-শার্ট ও হাফপ্যান্ট৷ নৌকায় কোনো জাল বা মাছ ধরার সরঞ্জমও ছিল না৷ সন্দেহ আরও বাড়াচ্ছে ঘটনার দিনের ভারত-পাক পানি সীমান্তের কাছাকাছি আরও অন্তত দু'টি সন্দেহজনক নৌকার উপস্থিতি৷ বুধবার সকালে যখন এই নৌকাটি ধরা পড়ে ডর্নিয়ের বিমানের নজরে, তখনই আর একটি মাছধরা ট্রলার চোখে পড়ে তাদের৷ মাঝসমুদ্রে অন্য ভারতীয় মাছধরা ট্রলারগুলির সঙ্গে মিশে যেতেও চেষ্টা করছিল সেটি৷ আপাতত তার খোঁজ চলছে৷ এই ঘটনার সপ্তাহ দুয়েক আগে গুজরাট উপকূলে একটি খালি মাছধরা ট্রলার ভেসে বেড়াতে দেখা যায়৷ গোয়েন্দাদের সন্দেহ, প্রমাণ লোপাটের চেষ্টায় মাঝসমুদ্রে একাধিকবার নৌকা বদল করেছে জঙ্গিরা৷ ওই নৌকাটি তাদেরই ফেলে যাওয়া৷ আপতত আরও তথ্যের আশায় ডুবে যাওয়া নৌকাটির খোঁজ চলেছে সারা দিন ধরে, গোটা গুজরাট উপকূল জুড়ে বারবার টহল দিচ্ছে নজরদারি হেলিকপ্টার৷

তবে কিছু প্রশ্ন এখনও উঠে আসছে৷ যেমন গুজরাট ও মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয়েছে, করাচি থেকে কোনো নৌকার ভারতে আসার খবর তাদের কাছে পৌঁছায়নি৷ গুজরাট পুলিশের এক উচ্চপদস্থ কর্তার কথায়, রাজ্যে সন্ত্রাস হানার আশঙ্কা থাকলে তা রাজ্য পুলিশকে না জানানো চূড়ান্ত অস্বাভাবিক৷ এনডিআরও নামে যে প্রতিষ্ঠানটি থেকে প্রথম ফোনে আড়িপাতা হয়, তাদের কয়েক জন বিশেষজ্ঞের মতে, ওই কথাবার্তা অনায়াসে কোনও ছোটখাটো পাচার চক্রের হতে পারে, যে ধরনের চক্র ওই অঞ্চলে খুবই সক্রিয়৷ চোখে পড়ছে আরোহীদের অ-জঙ্গিসুলভ আচরণও৷ প্রশিক্ষিত ফিদায়েঁ জঙ্গিরা আগে আক্রমণ না করে নিজেদের নৌকায় আগুন ধরাবে এটাও বিশ্বাসযোগ্য নয়, মত ওয়াকিবহল মহলের একাংশের৷ প্রশ্ন, অতএব, থেকেই যাচ্ছে৷ – সংবাদসংস্থা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া