adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণাঞ্চলের অর্থনীতির ‘রাজধানী’ হতে পারে পটুয়াখালী

Patuakhali-pic02ডেস্ক রিপোর্ট : পটুয়াখালী তথা দক্ষিণ অঞ্চলকে নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার সেসব উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন তা বাস্তবায়িত হলে পটুয়াখালী জেলাও হতে পারে এ অঞ্চলের অর্থনৈতিক রাজধানী। সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এ অঞ্চলের মানুষ এখন ভাবতে শুরু করেছে। স্বপ্ন দেখছে নিজ জেলা পটুয়াখালীও হবে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল।
বর্তমান আওয়ামী লীগ সরকার পটুয়াখালী জেলাকে নিয়ে বেশ কিছু উন্নয়ন কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে কয়েকটি প্রকল্পের কাজও শেষ হয়েছে। আর বাকি প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে। প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ হচ্ছে তৃতীয় পায়রা সমুদ্র বন্দর, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্র, দশমিনা বীজবর্ধন খামার, কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন, কুয়াকাটায় লাইট হাউজ, মহিপুর আলিপুরে পূর্ণাঙ্গ মতস্য বন্দর, কোস্ট গার্ডের প্রশিক্ষণ ঘাঁটি সি জি বেইস অগ্রযাত্রা, কলাপাড়ায় বাংলাদেশ নৌ বাহিনীর শের-ই বাংলা নৌ ঘাঁটি, রাঙ্গাবালী উপজেলার মৌডুবী সংলগ্ন চরজাহাজমারায় শিপব্রেকিং শিল্প। এসব উন্নয়ন কর্মকাণ্ড শেষ হলে পটুয়াখালী তথা দক্ষিণাঞ্চলের জন্য খুলে দি”েছ অপার সম্ভাবনার এক নতুন দিগন্ত। অবহেলিত পটুয়াখালী তথা দক্ষিণাঞ্চলের কর্মমুখী অর্থনীতির গতি সঞ্চারে আরেকটি বড় প্রকল্প নেয়া হয়েছে ‘ইকোনমিক জোন’ বা ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার মাধ্যমে। দেশি-বিদেশি উদ্যোক্তাদের জন্য এ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। পটুয়াখালী শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে পাডুখালী সংলগ্ন মরিচবুনিয়া এলাকায় এ অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। ইতোমধ্যে প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ শুর“ হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, যোগাযোগ, শিক্ষা, শিল্প-বাণিজ্যসহ আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এসব প্রকল্পের ইতিবাচক প্রভাব এতটাই সুদূরপ্রসারী এবং বিস্তৃত হবে, যা দক্ষিণাঞ্চলকে অর্থনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। এমনকি এক সময়ের অবহেলিত পটুয়াখালী দেশের অর্থনীতির ‘রাজধানী’ হিসাবেও বিবেচিত হতে পারে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পগুলোর কারণে এ অঞ্চলের চিরচেনা দৃশ্যপটের অনেক কিছুই পাল্টে যাবে। দূর হবে বেকারত্ব। বাড়বে শিক্ষার হার। শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে দ্র“ত। একই ভাবে জীবন-জীবিকার সব ক্ষেত্রেই ঘটবে আমূল পরিবর্তন। তাই এ অঞ্চলের মানুষ এখন এসব প্রকল্পের আশু বাস্তবায়নের দিন গুনছে।
বর্তমান সরকার পটুয়াখালী তথা দক্ষিণাঞ্চলের উন্নয়নে এমন আরো বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করেছে। যার সবগুলো বাস্তবায়ন হলে পাল্টে যাবে চিরচেনা পটুয়াখালীর দৃশ্যপট। এ সবের সুফল পাবে দক্ষিণাঞ্চলের অধিকাংশ মানুষ। ঘুচবে দারিদ্র্য। বাড়বে শিক্ষার হার। আর্থ-সামাজিক ক্ষেত্রে ঘটবে বৈপ্লবিক পরিবর্তন। স্বয়ংসম্পূর্ণ হবে দক্ষিণাঞ্চল তথা গোটা দেশ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া