adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবসায়ী সাকিব আল হাসান

Sakib-1420238642ক্রীড়া প্রতিবেদক : যমুনা ফিউচার পার্কে একটি কসমেটিক্সের দোকান দিয়েছেন। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ‘ফিয়েস্তা’ নামে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের। ক্রিকেটার সাকিব আল হাসান আস্তে আস্তে ব্যবসার দিকেই ঝুঁকছেন। ক্রিকেটকে বিদায় জানানোর পর হয়তো পুরোদস্তুর ব্যবসায়ী বনে যাবেন তিনি। সেটারই ইঙ্গিত মিলছে।
শুক্রবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাকিব আল হাসান বলেন, ‘আমি খেলার মাঠে এবং বাইরে সব সময় নতুন কিছু করতে চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতে আপনাদের সাথে নিয়ে শুরু করছি ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড। ক্রিকেট খেলার সুবাদে বিশ্বের নানা দেশের ভিন্ন সংস্কৃতি, কৃষ্টি কালচার ও নানাবিধ আয়োজনের সাথে পরিচয় হওয়ার সুযোগ হয়েছে। আর তখন থেকেই নতুন কিছু করার প্রয়াস মনের গহিনে একটু একটু করে জন্ম নেয়, যা আজ রূপ নিয়েছে ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের মাধ্যমে।’
ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক নকিব চৌধুরী বলেন, ‘ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে চেয়ারম্যান হিসেবে সাকিব আল হাসান আমাদের সঙ্গে থাকছেন, এটা আমাদের একটি বড় পাওয়া। ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আগামী দিনের অনেক সুন্দর সুন্দর ইভেন্ট কাভারের প্রতিশ্রুতি দিচ্ছি। লজিস্টিক সুবিধাসহ আন্তর্জাতিক মানের সকল সুযোগ-সুবিধা দেয়ার প্রয়াসে আমরা আন্তর্জাতিকভাবে কয়েকটি ইভেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। সময়ের সঙ্গে সঙ্গেই আমরা সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হব।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া