adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজার জেলায় ৪৮ লাখ নতুন বই বিতরণ করা হবে

IMG_20141230_000441জামাল জাহেদ,কক্সবাজার : বর্তমান সরকারের ঘোষিত সময় সীমার মধ্যে প্রস্তুত সাড়ে পাঁচ কোটি শিশুদের জন্য ৩৫কোটি নতুন বই। ছোট ছোট ছেলেমেয়েরা নতুন বই বুকে নিয়ে হাসি মুখে ঘর ফিরবে এটা এখন সময়ের ব্যাপার। সারাদেশের মতো কক্সবাজার জেলায়ও ৫ লাখ শিক্ষার্থীর মাঝে ৪৮ লাখ নতুন বই বিতরণ করা হবে। ইতোমধ্যে চাহিদার বিপরীতে ৭৫% বই এসে পৌঁছেছে। বাকি নতুন বইও দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে চলে আসবে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। 
সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে বিশাল এই কর্মযজ্ঞ অত্যন্ত সাহসী পদক্ষেপ। এর ফলে দেশের শিক্ষার হার বাড়ছে বলেও মনে করেন বিশিষ্টজনেরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জন্য জেলার ১১ শত ১০টি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৩৩ হাজার ৮১৭ জন শিক্ষার্থীদের মধ্যে ২১ লাখ ১৮ হাজার ৫৩৫টি নতুন বই দেওয়া হবে। ইতোমধ্যে ১৫ লাখ ৯৪ হাজার ২৯৯টি নতুন বই চলে এসেছে। বাকি বইগুলোও যথাসময়ে চলে আসবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মো. ছালেহ বলেন, দেশের এই বিশাল সংখ্যক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে নতুন বই দেওয়া বর্তমান সরকারের একটি প্রশংসনীয় কাজ। ইতোমধ্যে সব উপজেলায় চাহিদা অনুযায়ী বই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে স্কুলে স্কুলে পাঠানো হয়েছে। ১ জানুয়ারি সব শিশুর হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এজন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে , মাধ্যমিক শিক্ষার ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ২৬০ জন শিক্ষার্থীর জন্য ১৭ লাখ ১৯ হাজার ৬০৩টি নতুন বই দেওয়া হবে। আর মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ১০ লাখ ২৮ হাজার ২৬৫টি নতুন বিতরণ করা হবে। ইতোমধ্যে নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন। এদিকে জেলার প্রায় ৫ লাখ শিক্ষার্থীকে ৪৮ লাখ ৬৫ হাজার ৪০৩টি বই দেওয়াকে বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে বিরাট অবদান স্বীকার করে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ বারী বলেন, আমার জানা মতে অনেক উন্নত ও সম্পদশালী দেশেও শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে বই দেওয়া হয় না। এটি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও সততার কারণেই সম্ভব হয়েছে। এতে করে বাংলাদেশের বহু দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। অধ্যাপক অজিত দাশ বলেন, যারা দেশের সকল শিক্ষার্থীকে একই দিনে নতুন বই দেওয়া এটি বিশ্বরেকর্ড। এটা অন্যকোন দেশে পারবে কিনা সন্দেহ আছে। এ উদ্যোগ নিঃসন্দেহে বর্তমান সরকারের একটি শিক্ষাবান্ধব মহতি উদ্যোগ। আগে দেখেছি বছরের শুরুতে শিক্ষার্থীদের লাইব্রেরিতে ভীড় জমাতে হতো। সেখানে ১ সপ্তাহে ৩টি বই এলে বেশ কিছুদিন পর আসতো আরো কিছু বই। তখন নানান ধরনের হয়রানি হতো। আবার অনেক গরিব ও মেধাবী শিক্ষার্থী বই কেনার টাকা যোগাড় করতে না পেরে অনেক ধনাঢ্য আত্মীয়স্বজনের বাড়িতে যেতেও দেখেছি।  কিন্তু এখন আর সেদিন নেই। শিক্ষার জন্য সব বই বিনামূল্যে দিচ্ছে।
মহেশখালি উপজেলা সহকারী  শিক্ষা অফিসার  শহিদুল আলম  বলেন, বিনামূল্যে বই ছাড়াও মেয়েদের উপবৃত্তি, মাসিক ফি মওকুফসহ সরকার লেখাপড়ার জন্য আরো বহু সুযোগ করে দিয়েছে। এটা সত্যিই প্রশংসার যোগ্য। সময় মতো সব স্কুলে পৌছে যাবে নতুন নতুন বই।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া