adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সন

steven_sm_126757086ক্রীড়া প্রতিবেদক: ঘড়িতে বিকেল প্রায় পৌনে পাঁচটা। বিসিবির শুনশান বারান্দায় হঠাত দেখা গেল ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সকে। বিপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ইংলিশ ক্রিকেটার স্টিভেন্সনের কথাই বলছি।
মিরপুরে বিসিবি কার্যালয়ে অবস্থিত ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কক্ষের দিকে হাঁটতে  শুরু করলেন স্পট ফিক্সিং কেলেঙ্কারি থেকে রেহাই পাওয়া এই ব্রিটিশ ক্রিকেটার।
পরে তাকে অনুসরণ করার পর জানা গেল, কলাবাগান  ক্রিকেট একাডেমির হয়ে সুপার লিগের তিনটি ম্যাচ খেলার জন্যে বাংলাদেশে এসেছেন তিনি।
বিপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারির পরও ঢাকার মাঠে ফিরতে পেরে বেশ খুশি এই ইংলিশ ক্রিকেটার। ড্যারেন স্টিভেন্সন বলেন, অনেক কিছুই ঘটে গেছে, অনেক বাজে ঘটনা ঘটে গেছে। তবুও আবার মাঠে ফিরতে পেরে আমি বেশ আনন্দিত।
আবার বাংলাদেশে  কেন খেলতে আসা এমন প্রশ্নের জবাবে এই ব্রিটিশ ক্রিকেটার বলেন, আসলে এখন ইংল্যান্ডে অফ সিজন চলছে। কিন্তু আমি খেলার মধ্যে থাকতে চাই। আশা করি, সামনের তিনটি ম্যাচ ভালো করবো।
ড্যারেন স্টিভেনসন  ফ্রাঞ্চাইজভিত্তিক ক্রিকেট লিগ বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ক্রিকেটার ছিলেন। ২০১৪ সালের বিপিএল আসরে মোহাম্মদ আশরাফুল মোশাশরফ হোসেন রুবেল, মাহবুবুল আলম রবিনসহ মোট ছয়জন ক্রিকেটারের সঙ্গে তিনিও  চিটিগাং কিংসের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। 
পরে অবশ্য বিসিবির ডিসিপ্লিনারি কমিটি তাকে নির্দোষ ঘোষণা করলে আবারো খেলায় ফেরার সুযোগ পান ড্যারেন স্টিভেন্সন।  সে কারণেই তাকে অনাপত্তিপত্র দিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কোনো সমস্যা করেনি বলে জানিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া