adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিগগিরই রেলে যুক্ত হচ্ছে ২৭০টি কোচ

4twttmm6ডেস্ক রিপোর্ট : দেশের ইতিহাসে প্রথমবারের মতো রেলওয়ে সেন্ট্রাল বিল্ডিং (সিআরবি) পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভা করেছে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি।
রোববার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভায় কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে ৪১টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে রেলের বহরে যুক্তি হয়েছে ৪৬টি ইঞ্জিন। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে ভারতের অর্থায়নে রেলওয়েতে যুক্ত করা হচ্ছে নতুন ১২০টি কোচ। ইতোমধ্যে ইন্দোনিশয়ায় থেকে টেন্ডারের মাধ্যমে আনার প্রক্রিয়া শুরু হয়েছে আরো ১৫০টি নতুন কোচ।’

সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো এই প্রথম সিআরবিতে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার সরকার রেলওয়ের উন্নয়নে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। চট্টগ্রাম বন্দরে ডে টার্মিনাল লিং রোড নির্মাণ করা হবে। ষোলশহর-নাজিরহাট ডাবল রেল লাইন নির্মাণ করা হবে।’
রেলের পরিত্যক্ত জায়াগায় হসপিটাল কাম মেডিকেল সেন্টার গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরিত্যক্ত জায়াগায় আরও গড়ে তোলা হবে সুপার মার্কেট ও ফাইভ স্টার হোটেল। পৃথিবীর সব রেলের রঙ এক হলেও আমাদের দেশের রেলের রঙ ভিন্ন ভিন্ন। তবে আগামীতে সবগুলোকে এক রঙ করা হবে। এছাড়া রেলের অবৈধ ভূমি উদ্ধারে কোন আপোষ চলবে না।’
গঁলরনঁষথঐড়য় শিগগিরই রেলে যুক্ত হচ্ছে ২৭০টি কোচ
বৈঠকে উপস্থিত ছিলেন- রেলপথ সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, সদস্য ও রেলপথ মন্ত্রী মুজিবুল হক,  মোছলেম উদ্দিন, আলী আজগর, সিরাজুল ইসলাম, মোহাম্মদ নোমান, ইয়াছিন আলী, রেলপথ সচিব মনসুর আলী সিকদার, রেলওয়ের ডিজি তফাজ্জল হোসেন, জিএম মোজাম্মেল হক প্রমুখ।
এর আগে রোববার দুপুরে চট্টগ্রামের পাহড়তলী রেলওয়ে ডিজেল ও ক্যারেজ শপ পরিদর্শন করেন। এসময় সংসদীয় কমিটির বাইরেও অতিরিক্ত শ্রমিক লীগের নেতাকর্মী সেখানে অযথা ভিড় করায় ক্ষোভ প্রকাশ করেন সংসদীয় কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী।
পরে মন্ত্রীসহ কমিটি কারখানার বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। সেখানে প্রাপ্ত সমস্যাগুলো সমাধানে মন্ত্রণালয়ে লিখিত আকারে সুপারিশ করার কথা জানান কমিটির সভাপতি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া