adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাইজমানি বাড়ছে জাতীয় ক্রিকেট লিগের

bcb-logoক্রীড় প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগের সতেরতম আসর থেকে দ্বি-স্তরে অনুষ্ঠিত হবে। আগামী ২৫ জানুয়ারী থেকে শুরু হওয়া ষোলতম আসরের প্রথম সারির চারটি দল খেলবে প্রথম টায়ার বা প্রথম স্তরে পরের চারটি দল খেলবে সেকেন্ড টায়ার বা দ্বিতীয় স্তরে। প্রতি বছর একটি দল উঠবে একটি দল নিচে নামবে। একই সঙ্গে আর্থিক পুরস্কারের পরিমানও বেড়ে যাবে। সোমবার ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) এর সভায় নেয়া হয় এই সিদ্ধান্ত জানান ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) এর চেয়ারম্যান আজম নাসির।
গত ষোলটি আসর জাতীয় ক্রিকেট লিগ চলেছিলো একটি গতানুগতিক ধারায়। যা নিয়ে ছিলো দুনিয়ার বদনাম; ক্রিকেট বনভোজনের অপবাদ ঘুচাতে চায় বিসিবি। দেশের একমাত্র পেশাদার লিগের এই সিদ্ধান্তকে সিসিডিএম চেয়ারম্যান আজম নাসির মনে করছেন যুযোগপযোগী, ‘এর মাধ্যমে দেশের একমাত্র প্রথম শ্রেনীর ক্রিকেটের ঝৌলুস অনেক গুণ বেড়ে যাবে। প্রতিটি ম্যাচ হবে প্রতিদ্বন্ধিতা পূন্য। তবে লিগের নিয়ম কানুনে কিছুটা পরিবর্তন ঘটলেও খেলোয়াড় দলভুক্ত করার ধারাটি আগের মতোই বলবত থাকছে।’
সিসিডিএম তাদের সভায় প্রথম টায়ার বা প্রথম স্তরের দলগুলোর অংশগ্রহণ ফি বাড়িয়ে করেছে ২০ লাখ টাকা এবং দ্বিতীয় স্তরের দলগুলোর জন্য ৫ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া প্রতিদিনের ভাতা খেলোয়াড় প্রতি একহাজার টাকা, ম্যাচ ফি বাড়িয়ে করা হয়েছে প্রথম স্তরের জন্য ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় স্তরের জন্য করা হয়েছে ১০ হাজার টাকা। ম্যাচ সেরা ১৫ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। দ্বিতীয় স্তরের জন্য ১৫ হাজার টাকা ধার্য্য করা হয়েছে।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট প্রথম স্তরের ক্রিকেটার ১ লাখ টাকা, দ্বিতীয় স্তরের ক্রিকেটারের জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক পাবে প্রথম স্তর ৭৫ হাজার টাকা ও দ্বিতীয় স্তর ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ উইকেট শিকারীর ক্ষেত্রেও থাকছে একই অর্থ। রানার্স আপ প্রাইজ মানি প্রথম টায়ারে বা স্তরের জন্য ৫ লাখ টাকা নির্ধারন করা হয়েছে। দ্বিতীয় স্তরের লিগের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্তের কথা জানানো হয়।
আগামী ২৫ জানুয়ারী ষোলতম আসর অনুষ্ঠিত হবে দেশের আটটি ভেন্যু যথাক্রমে চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। সূত্র- ডেইলি স্পোর্টস

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া