adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ডা. এইচ বি এম ইকবালের দুর্নীতি অনুসন্ধানে দুদক

premier-bank-thereport24নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সম্প্রতি কমিশন এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালের বিরুদ্ধে ব্যাংকের নিয়োগ দুর্নীতি, পুঁজি বাজার থেকে অবৈধভাবে অর্থ উত্তোলন, ব্যাংকের নিজস্ব বিল্ডিং ভাড়া দিয়ে অতিরিক্ত অর্থ আদায়, নতুন বিল্ডিং নির্মাণের নামে ঋণ নিয়ে তা আত্মসাত এবং বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে কোটি কোটি টাকা আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।
এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতি ছাড়া ভবন নির্মাণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সুনির্দিষ্ট এসব অভিযোগ যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, কমিশন থেকে দ্রুত অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক হামিদুল হাসানকে অনুসন্ধানকারী এবং পরিচালক নূর আহাম্মদকে তদারকি কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেন, অভিযোগ অনুসন্ধানে প্রিমিয়ার ব্যাংক থেকে কিছু কাগজপত্র আনা হয়েছে। নথিগুলো এখন পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষে ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া